ব্যবসায় সহায়ক সেবা - Assistance For Furtherance of Business
উওর: বৈধতার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনার বিভিন্ন আইন মেনে চলা প্রয়োজন, এ সকল আইন মিলিয়ে ব্যবসায়ের আইনগত দিক ফুটে ওঠে তাকে ব্যবসায়ের আইনগত দিক বলে।
পেটেন্ট কাকে বলে?
উওর: পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি উন্নয়ন, তৈরি, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন।
ট্রেডমার্ক কাকে বলে?
উওর: ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিক তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে।
কপিরাইট কাকে বলে?
উওর: লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার কে কপিরাইট বলে।
বিমা কাকে বলে?
উওর: মানুষের জীবন ও সম্পদ থেকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বিমা বলে।
প্রিমিয়াম কাকে বলে?
উওর: বিমা চুক্তিতে বিমাকৃত জীবন ও সম্পত্তির ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার বিপক্ষে বীমা কোম্পানি বিমাগ্রহীতা থেকে যে অর্থ লাভ করে তাকে প্রিমিয়াম বলে।
পরিবেশ আইন কাকে বলে?
উওর: দেশের সামগ্রিক পরিবেশ রক্ষায় রাষ্ট্র কর্তৃক যে আইন বিধি-বিধান প্রণয়ন করা হয় তাকে পরিবেশন আইন বলে।
পরিবেশ দূষণ কাকে বলে?
উওর: প্রকৃতি বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
শব্দ দূষণ কাকে বলে?
উওর: পারিপার্শ্বিকতায় শব্দ কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে শব্দদূষণ বলে।
বায়ু দূষণ কাকে বলে?
উওর: নানান ধরনের ধোয়া, গ্যাস, ধুলাবালি ও সীসাসহ নানান খারাপ উপাদান যুক্ত হওয়ায় যখন বায়ুর স্বাভাবিকতা বিনষ্ট হয় তখন তাকে বায়ুদূষণ বলে।
পানি দূষণ কাকে বলে?
উওর: পানির স্বাভাবিকতায় প্রাণীজগত সৃষ্টিকুলের জন্য বিপর্যয় সৃষ্টির কাজকেই পানিদূষণ বলে।
মাটি দূষণ কাকে বলে?
উওর: উর্বর মাটি যখন নানান খারাপ উপাদানের যুক্ত হয়ে তার স্বাভাবিকতা হারায় তখন তাকে মাটি দূষণ বলে।
ISO কী?
উওর: একটা প্রতিষ্ঠান কতটা মানসম্পন্ন পণ্য ও সেবা সরবরাহ করে এবং তাদের ব্যবস্থার মান কেমন এ বিষয়ে মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাকেই ISO বলে।
BSTI কী?
উওর: বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পূর্ণমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বিএসটিআই বলে।
BSTI এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Standard and Testing Institution.
ISO এর পূর্ণরূপ কি?
উওর: International Organisation for Standardization.
বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন সুরক্ষা দেয়?
উওর: কপিরাইট।
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কত সালের?
উওর: ১৯৯৫ সালের।
বাংলাদেশ কত সালে বীমা আইন প্রচলিত রয়েছে?
উওর: ২০১০।
বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালের?
উওর: ২০০০।
কপিরাইট আইনে বই লেখক এর অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে?
উওর: ৬০।
কত সালে আই ISO ৯০০০ মান সনদ দেওয়া শুরু হয়?
উওর: ১৯৮৭।
বাংলাদেশ কত সালে পেটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত?
উওর: ১৯১১।
ISO এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
উওর: জেনেভা।
সমাজে কয় ধরনের বীমা প্রতিষ্ঠান মূলত কাজ করে?
উওর: ৪।
পেটেন্ট কোন ধরনের সম্পদ?
উওর: স্থায়ী।
BSTI এর যাত্রা শুরু হয় কত সালে?
উওর: ১৯৮৫।