ব্যবসায় উদ্যোগ - Business Entrepreneurship


ব্যবসায় উদ্যোগ - Business Entrepreneurship
উদ্যোগ কাকে বলে?

উওর: কোন ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে যখন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নে প্রয়োজন তাকে উদ্যোগ বলে।

উদ্যোক্তা কাকে বলে?
উওর: যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নের প্রয়াসী হন তাকে বা তাদেরকে উদ্যোক্তা বলে

ব্যবসা উদ্যোগ কাকে বলে?
উওর: নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা পদ্ধতি, বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর নতুন উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।

ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা কাকে বলে?
উওর: যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য ও সেবা পদ্ধতি বা বাজার কে সামনে রেখে ব্যবসায় চিন্তাকে এগিয়ে নেন তা বাস্তবায়ন করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা শিল্পোদ্যোক্তা বলে।

অর্থসংস্থান কাকে বলে?
উওর: প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে উপযুক্ত উৎস উৎস সমূহ থেকে অর্থ সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়া কি অর্থসংস্থান বলে।

ঝুঁকি গ্রহণ কাকে বলে?
উওর: ঝুঁকি হলো ও আর্থিক ক্ষতির সম্ভাবনা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই যুক্তি মেনে নিয়ে ব্যবসায় পরিচালনাকেই ঝুঁকি গ্রহণ বলে।

সৃজনশীল মানসিকতা বা সৃজনশক্তি কাকে বলে?
উওর: নতুন কিছু সৃষ্টি করা আর বাদ দেওয়ার মতো সৃষ্টিশীল ও গঠনমূলক মনকেই উদ্যোক্তার সৃজনশীল মানসিকতা বা সৃজনশক্তি বলে।

দূরদৃষ্টি কাকে বলে?
উওর: ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকে উদ্যোক্তার দূরদৃষ্টি বলে।

কৃতিত্বার্জন চাহিদা কাকে বলে?
উওর: একজন ব্যক্তিকে সাফল্য অর্জনে তাড়িত করে এমন আভ্যন্তরীণ স্পৃহা বা আকাঙ্ক্ষাকেই কৃতিত্বার্জন চাহিদা বলে।

আত্মকর্মসংস্থান কাকে বলে?
উওর: স্ব-উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা কি আত্মকর্মসংস্থান বলে।

নারী উদ্যোক্তা কাকে বলে?
উওর: কোন নারী একক মালিকানায় কোন ব্যবসায় গঠন করলে অথবা অংশীদারী বা কোম্পানি গঠনের ক্ষেত্রে উক্ত ব্যবসায়ের ৫১%  অংশের বা শেয়ারের মালিক হলে তাকে নারী উদ্যোক্তা বলে।

ব্যবসায় উদ্যোগ এর প্রথম কাজ কি?
উওর: পণ্য বা ধারণা উদ্ভাবন।

একজন উদ্দ্যোক্তাকে ঝুঁকি মেনে নিয়ে দৃঢ়তার সাথে পথে চলতে কি প্রয়োজন?
উওর: সাহসিকতা।

প্রতিকুলতা সহ্য করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একজন উদ্যোক্তার কোন ধরনের গুন প্রয়োজন?
উওর: ধৈর্য।

নতুন কিছু চিন্তা করে তাকে সামনে এগিয়ে নেওয়ার সক্ষমতাকে উদ্যোক্তার কোন গুণ বলে?
উওর: সৃজনশীলতা।

ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী?
উওর: মানসিক।

ব্যবসায় উদ্যোগের জনক কে?
উওর: রিচার্ড ক্যান্টিলন।

রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কি?
উওর: কুমুদিনী হাসপাতাল।

শিল্পোদ্যোগ বা ব্যবসা উদ্যোগ পদকবাচ্যের প্রতিষ্ঠাতা কে?
উওর: রিচার্ড ক্যান্টিলন।

ব্যবসায় উদ্যোগ ধারণার ক্রমবিকাশে ও আধুনিক যুগের গোড়াপত্তনের কোন উদ্ভাবন ভূমিকা রাখে?
উওর: যান্ত্রিক শক্তির।

SME ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়?
উওর: নারী উদ্যোক্তাদের।

ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশের কোন পর্যায়ে এক দেশ থেকে অন্য দেশে মাল নিয়ে বণিক সম্প্রদায় বেচাকেনা শুরু করে?
উওর: মধ্যযুগ।

কিসের উৎপত্তি প্রাচীনকালে ব্যবসায় উদ্যোগ ধারণাকে এগিয়ে দিয়েছে?
উওর: বিনিময় মাধ্যমের।

ঝুঁকি আছে জেনেও মুনাফার আশায় কোন কাজে হাত দেওয়াকে কি বলে?
উওর: ঝুঁকি গ্রহণ।

কৃতিত্বার্জন চাহিদা বলতে কোন ধরনের চাহিদাকে বুঝায়?
উওর: মুনাফা অর্জনের।

ব্যবসায় উদ্যোগ গতানুগতিক ব্যবসায়িক কর্মকাণ্ড নয় কেন?
উওর: এক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারার প্রয়োজন পড়ে।

একজন শিল্পোদ্যোক্তা ও ব্যবস্থাপকের মধ্যে মিলের ক্ষেত্র কি?
উওর: উভয়ই পরিচালনা কাজের সাথে জড়িত থাকে।

একজন শিল্পোদ্যোক্তার কাজে ঝুঁকি বেশি থাকে কেন?
উওর: তাকে অনিশ্চিত পরিবেশে কাজ করতে হয় বলে।