ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা - Business Ethics and Social Responsiveness
মূল্যবোধ কাকে বলে?
উওর: কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে।
নৈতিকতা কাকে বলে?
উওর: যেটি করা উচিত সেটি করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাই হলো নৈতিকতা।
ব্যবসায় নৈতিকতা কাকে বলে?
উওর: ব্যবসায়িক ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা, ভালো কে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা।
ব্যবসায় মূল্যবোধ কাকে বলে?
উওর: ব্যবসায় পরিচালনায় কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত,কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকে ব্যবসায় মূল্যবোধ বলে।
ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কাকে বলে?
উওর: সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ে কর্তব্য পালনের দায়কে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন কাকে বলে?
উওর: অবশ্য করণীয় কর্তব্যের বাইরে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।
CSR কাকে বলে?
উওর: বৃহদায়তন কর্পোরেট বা বৃহদায়তন কোম্পানি সমূহ সামাজিক দায়বদ্ধতা থেকে যে দায়িত্ব পালন করে তাকে CSR বলে।
CSR এর পূর্ণরূপ কি?
উওর: Corporate Social Responsibility.
পরিবেশ সংরক্ষণ কাকে বলে?
উওর: শব্দ, বায়ু, পানি, মাটি ইত্যাদির দূষণ থেকে পরিবেশ সুরক্ষাকেই পরিবেশ সংরক্ষণ বলে।
পরিবেশ দূষণ কাকে বলে?
উওর: প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান ,কোন কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
বণিক সমিতি কাকে বলে?
উওর: কোন নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের ব্যবসায়ী বা শিল্পপতিগণ নিজেদের স্বার্থ রক্ষা ও ব্যাবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে তাকে বণিক সমিতি বলে।
বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত রয়েছে?
উওর: ১৯৯৫।
বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত রয়েছে?
উওর: ১৯৯৭।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কি?
উওর: পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫।
মূল্যবোধ দ্বারা মানুষের কি প্রভাবিত হয়?
উওর: আচরণ।
নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?
উওর: সামাজিক।
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য কি?
উওর: সম্পর্ক উন্নয়ন।
ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায়ী কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে?
উওর: ক্রেতা ও ভোক্তাদের প্রতি।
অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া ব্যবসায়ীর কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন হিসেবে গণ্য?
উওর: স্বগোত্রীয় ব্যবসায়ী।
ব্যবসায় কর্তৃক সামাজিক দায়িত্ব পালনের ফলে প্রথমত কি বৃদ্ধি পায়?
উওর: সুনাম।
কোন ধরনের পরিবেশ দূষণের কারণে মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে?
উওর: পানি।
খাদ্য উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের কোন ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে?
উওর: ব্যবসায়ের নৈতিকতা।
শিল্পসমূহ বর্জ্য শোধন যন্ত্রপাতি বসালে কোন ধরনের দূষণ থেকে পরিবেশ রক্ষা পাবে?
উওর: মাটি,বায়ু ও পানি।
সঠিকভাবে আর্থিক বিবরণী তৈরি ব্যবসায়ের সামাজিক দায়িত্বের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনের অন্তর্গত?
উওর: বিনিয়োগকারী।
এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গঠন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন হিসেবে গণ্য?
উওর: সাধারণ সম্প্রদায়।
ইউরোপে চিন্তার স্বাধীনতা রয়েছে -এটা তাদের কিসের অংশ?
উওর: মূল্যবোধের।
একজন ব্যবসায়ীর জন্য গুণগত ও মানসম্মত পণ্য উৎপাদন ও ন্যায্য মূল্য নিশ্চিত করা কিসের পরিচয় বহন করে?
উওর: নৈতিকতার।
বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠান সমূহ তাদের সামাজিক দায়িত্ব পালনে কোন কোন ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়?
উওর: স্বাস্থ্য ও শিক্ষা।
মানুষ সৃষ্টির সেরা জীব কেন?
উওর: মানুষের বিবেকবোধ রয়েছে।
উন্নত দেশগুলোতে ব্যবসায় নৈতিকতা সুরক্ষায় সাম্প্রতিককালে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ বিবেচ্য?
উওর: অবৈধ অভিবাসীদের কম বেতনে কাজ করানো।
সামগ্রিকভাবে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কি?
উওর: সমাজের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব।
ব্যবসায় নৈতিকতা মেনে চলায় সমাজ কিভাবে উপকৃত হয়?
উওর: মানুষের মানসিক প্রশান্তি বাড়ে।