যৌথ মূলধনী ব্যবসায় - Joint Stock Business
উওর: কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এমন একটা ব্যবসায় সংগঠন যা আইনের অধীনে গঠিত ও পরিচালিত, যেখানে শেয়ার ক্রয়ের মাধ্যমে এর মালিকগণ অর্থ বিনিয়োগ করে।
কোম্পানির কৃত্রিম সত্তা কাকে বলে?
উওর: যে অস্তিত্ব বলে কোম্পানি স্বাধীনভাবে নিজ নামে গঠিত ও পরিচালিত হয় তাকে কোম্পানির কৃত্রিম সত্তা বলে।
বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে?
উওর: পার্লামেন্টসৃষ্ট বিশেষ আইন বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে।
নিবন্ধিত কোম্পানি কাকে বলে?
উওর: দেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধনপত্র সংগ্রহ করে যে কোম্পানি গঠন ও পরিচালনা করা হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলে।
প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে?
উওর: যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম দুই এবং সর্বোচ্চ ৫০ জনের সীমাবদ্ধ ,শেয়ার হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?
উওর: যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ শেয়ার হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
সীমিত দায় কোম্পানি কত প্রকার?
উওর: ২।
হোল্ডিং কোম্পানি কাকে বলে?
উওর: যদি কোন কোম্পানি অন্য কোম্পানির ৫০ ভাগের অতিরিক্ত ভোট দান ক্ষমতার অধিকারী হয় বা অধিকাংশ পরিচালক নিয়োগের ক্ষমতা ভোগ করে তবে তাকে হোল্ডিং কোম্পানি বলে।
মূলধন কাকে বলে?
উওর: কোম্পানি তার শেয়ারহোল্ডার ও অন্যান্যদের নিকট থেকে যে মূলধন সংগ্রহ করে তাকেই কোম্পানির মূলধন বলে।
নূন্যতম মূলধন কাকে বলে?
উওর: পাবলিক লিমিটেড কোম্পানির সংঘবিধি কোম্পানির গঠনের প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য যে ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি উল্লেখ থাকে তাকে নূন্যতম মূলধন বলে।
পরিমেল নিয়মাবলী কাকে বলে?
উওর: কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির দলিলকেই পরিমেল নিয়মাবলী বলে।
বিবরণ পত্র কাকে বলে?
উওর: শেয়ার ও ঋণপত্রের বিক্রয়ের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি প্রয়োজনীয় তথ্য সম্বলিত যে বিজ্ঞপ্তি প্রচারপত্র জনসাধারণের উদ্দেশে প্রকাশ করে তাকে বিবরণ পত্র বলে।
শেয়ার কি?
উওর: কোম্পানির শেয়ার মূলধনের সমান ও ক্ষুদ্র একককেই শেয়ার বলে।
সাধারণ শেয়ার কাকে বলে?
উওর: আইন অনুযায়ী যে শেয়ারের মালিকগন অধিকার ,দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বণ্টনে ও কোম্পানির বিলােপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকেই সাধারণ শেয়ার বলে।
অগ্রাধিকার শেয়ার কাকে বলে?
উওর: যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তিতে ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়েও অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে।
বোনাস শেয়ার কাকে বলে?
উওর: শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বন্টন করা হলেও শেয়ারকে বোনাস শেয়ার বলে।
রাইট বা অধিকারযোগ্য শেয়ার কাকে বলে?
উওর: কোনো কোম্পানি অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলি সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশবিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে অধিকারযোগ্য শেয়ার বলে।
ঋণপত্র কাকে বলে?
উওর: পাবলিক লিমিটেড কোম্পানির ঋণ গ্রহণের স্বীকৃতিস্বরূপ শর্তাদি উল্লেখপূর্বক এর গ্রাহকদের যে পত্র ইস্যু করে তাকে ঋণপত্র বলে।
অবলেখক কাকে বলে?
উওর: পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণ বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে অবলেখক বলে।
অবলেখন কাকে বলে?
উওর: চুক্তি অনুযায়ী কোম্পানির শেয়ার ও ঋণপত্রের বিক্রয় নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক এবং অবলেখক কর্তৃক শেয়ার ও ঋণপত্রের বিক্রয় কার্যক্রমকে অবলেখন বলে।
কোম্পানির বিলোপ সাধন কাকে বলে?
উওর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির আইনগত স্বত্তার বিলোপ ঘটে তাকে কোম্পানির বিলোপ সাধন বলে।
বায়িং হাউজ কাকে বলে?
উওর: কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূহকে বায়িং হাউজ বলে।
মার্চেন্ডাইজিং কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান কর্তৃক পণ্য বিক্রয় ও বিক্রয়ের উন্নতি সাধনের কাজকেই মার্চেন্ডাইজিং বলে।