অংশীদারি ব্যবসায় - ‌‌Partnership Business

অংশীদারি ব্যবসায় - ‌‌Partnership Business
অংশীদারি কি?
উত্তরঃ অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মধ্যকার সম্পর্ককে অংশীদারি বলে।

অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তরঃ চুক্তিপত্র  সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।

অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?
উত্তরঃ অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু দলিলে লিপিবদ্ধ করা হলে তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি?
উত্তরঃ চুক্তি।

অংশীদারি ব্যবসায়ের দায় কেমন?
উত্তরঃ অসীম।

মালিকের ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন পরিবারের দ্বিতীয় সদস্য কি?
উত্তরঃ অংশীদারি।

অংশীদারি ব্যবসায় নূন্যতম সদস্য সংখ্যা কতজন হতে পারে দুইজন?
উত্তরঃ সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন
২০ জন ।

অংশীদারির ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে?
উত্তরঃ ১০ জন।

বাংলাদেশ বহাল অংশীদারি আইন কত সালের?
উত্তরঃ ১৯৩২ সালের।

অংশীদারদের অসীম দায় কাকে বলে?
উত্তরঃ ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের বাইরে আইন অনুযায়ী অংশীদারদের দায় সৃষ্টি হওয়াকে অংশীদারদের অসীম দায় বলে। 

সাধারণ অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তরঃ যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের দায় সীমাহীন থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের অধিকারী হয় তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।

ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তরঃ যে অংশীদারি ব্যবসায় চুক্তিতে ব্যবসায়ের মেয়াদকাল সম্পর্কে কিছু বলা থাকেনা তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে।

নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তরঃ কোন নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্যের অর্জনের জন্য অংশীদারি ব্যবসায় গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে।

সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তরঃ কোন অংশীদারী ব্যবসায়ের এক বা একাধিক সদস্য দ্বারা সীমাবদ্ধ থাকলে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। 

সাধারণ অংশীদার কে?
উত্তরঃ যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে।

ঘুমন্ত অংশীদার কাকে বলে?
উত্তরঃ কোন সাধারণ অংশীদার ব্যবসায় পরিচালনা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে তাকে ঘুমন্ত অংশীদার বলে।

কর্মী অংশীদার কে?
উত্তরঃ যে সাধারণ অংশীদার ব্যবসায়ে মূলধন না দিয়ে নিজের শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী  অংশীদার বলে।

নামমাত্র অংশীদার কাকে বলে?
উত্তরঃ যে অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা কিছুই বিনিয়োগ করে না শুধুমাত্র নাম ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে।

সীমাবদ্ধ অংশীদার কাকে বলে?
উত্তরঃ যে অংশীদারের দায় চুক্তি অনুযায়ী আইনগত কারণে সীমাবদ্ধ থাকে তাকে  সীমাবদ্ধ অংশীদার বলে।

আচরণে অনুমিত অংশীদার কাকে বলে?
উত্তরঃ কোন ব্যক্তি অংশীদার না হয়েও কথাবার্তা ও আচার আচরণের দ্বারা কোন অংশীদারী ব্যবসায়ের অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দিলে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।

কাজের সক্রিয় অথচ মূলধন দেয় না এমন ব্যক্তি কোন ধরনের অংশীদার? 
উত্তরঃ কর্মী অংশীদার।

মূলধন দেয় অথচ কাজে সক্রিয় থাকে না এমন অংশীদার কোন ধরনের?
উত্তরঃ ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার।

আইন অনুযায়ী অংশীদারি এর কাজে অংশীদারগণ একে অন্যের কি?
উত্তরঃ প্রতিনিধি।

শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তির দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?
উত্তরঃ ঐচ্ছিক।

নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে? 
উত্তরঃ সীমাবদ্ধ।

অংশীদারগণ ব্যবসায়ের মুনাফা ও ক্ষতি মূলত নিজেদের মধ্যে কিভাবে বন্টন করে? 
উত্তরঃ চুক্তির শর্ত অনুপাতে।

অংশীদারি ব্যবসায়ের একজন নাবালক অংশীদারের দায় কেমন  মূলধন পর্যন্ত সীমাবদ্ধ?
উত্তরঃ অংশীদারদের মধ্যকার পারস্পরিক প্রতিনিধিত্বের সম্পর্ক বলতে কি বুঝায় 
প্রতিষ্ঠানের একের কাজ দ্বাড়া অন্যে দায়বদ্ধ হয়।

সীমাবদ্ধ অংশীদার  ব্যবসায় কতজন কমপক্ষে নিষ্ক্রিয় অংশিদার থাকে?
উত্তরঃ একজন।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বুঝায় ?
উত্তরঃ অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন।

অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে কি বুঝায় অংশীদারদের মধ্যকার সম্পর্ক নিরূপণে চুক্তিই মুখ্য বিবেচিত হবে?
উত্তরঃ একটা অংশীদারী ব্যবসায়কে ভালো করতে হলে কোনটি অধিক ভূমিকা রাখে 
পারস্পরিক আস্থা ও বিশ্বাস।