একমালিকানা ব্যবসায় - Soul trader-ship Business

একমালিকানা  ব্যবসায় - Soul trader-ship Business

একমালিকানা ব্যবসায় কাকে বলে?

উত্তরঃ যে ব্যবসায়ী মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বেসর্বা তাকে এক মালিকানা ব্যবসায় বলে।


মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন কি ?

উত্তরঃ এক মালিকানা ব্যবসায়।


যৌথ উদ্যোগে ব্যবসায় কাকে বলে?

উত্তরঃ দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয় কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসায় বলে।


ট্রেড লাইসেন্স কাকে বলে?

উত্তরঃ স্থায়ী ব্যবসা করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে লাইসেন্স নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে।


সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সরল প্রকৃতির ব্যবসায় সংগঠন কি?

উত্তরঃ একমালিকানা ব্যবসায়।


একমালিকানা ব্যবসায় পুঁজি সরবরাহকারী কে ?

উত্তরঃ মালিক।


একমালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ নেয় কে?

উত্তরঃ উদ্যোক্তা।


একমালিকানা ব্যবসায় গঠনের কোত্থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?

উত্তরঃ পৌরসভা।


পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?

উত্তরঃ এক মালিকানা ব্যবসায়।


একমালিকানা ব্যবসায় মালিকের দায় কিরূপ?

উত্তরঃ অসীম।


দায়ের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?

উত্তরঃ একমালিকানা ব্যবসায়।


মৌসুমী ফলের ব্যবসায় অধিক হারে একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠার কারণ কি?

উত্তরঃ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।


ইটভাটা একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠার কারণ কি?

উত্তরঃ বাজার কেন্দ্রীভূত।


নিবন্ধন আবশ্যক নয় কোন ব্যবসায়ে?

উত্তরঃ একমালিকানা ব্যবসায়। 


একমালিকানা সংগঠনের উন্নতির অন্যতম শর্ত কি? 

উত্তরঃ অবস্থানগত সুবিধা।


কোন ব্যবসায়ের ক্ক্ষেত্রে বিশেষ কোনো আইন প্রযোজ্য হয় না?

উত্তরঃ একমালিকানা।


ব্যবসায় শুরুতে শহর বা পৌরসভার অধীনে একমালিকানা ব্যবসায়কে কি সংগ্রহ করতে হয়?

উত্তরঃ ট্রেড লাইসেন্স।


একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসা সর্বোত্তম?

উত্তরঃ একমালিকানা।


একমালিকানা ব্যবসায়ে মালিকের ব্যক্তিগত সুবিধা কি?

উত্তরঃ স্বাধীনতা। 


একমালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম বলতে কী বোঝায়?

উত্তরঃ দায় দেউলিয়া হওয়ার পূর্ব পর্যন্ত সীমাবদ্ধ। 


কেউ কেউ প্রথমত একমালিকানা ব্যবসায় গঠন করতে চায় এর মূল কারণ কি ?

উত্তরঃ এটি একটি উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র।


বৃহদায়তন ব্যবসায়ী এর পাশাপাশি ক্ষুদ্রায়তন একমালিকানা ব্যবসায় টিকে থাকার অধিকতর গুরুত্বপূর্ণ কারণ কি ?

উত্তরঃ অবস্থানগত ও ক্ষেত্রগত সুবিধা। 


একমালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হওয়ার মুখ্য কারণ কি?

উত্তরঃ একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা।


যে কোনো দেশেই একমালিকানা ব্যবসায় সংখ্যার সর্বাধিক এর পিছনে মুখ্য কারণ কি?

উত্তরঃ এর গঠন ও পরিচালনা সহজ।


কোন ব্যবসায়ে মালিক ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? 

উত্তরঃ একমালিকানা।


দর্জির ব্যবসায় একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে অধি হারে গড়ে ওঠার কারণ কি ? 

উত্তরঃ প্রত্যক্ষ সম্পর্ক।