দেশ পরিচিতিঃ লাওস

 

দেশ পরিচিতিঃ লাওস

 লাওস কবে স্বাধীনতা অর্জন করে?
উওর: ১৯৪৯ সালে।

লাওস কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেন?
উত্তর: ফ্রান্স।

লাওসের সরকারি নাম কি?
উত্তর: গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী লাওস।

লাওসে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কবে গঠিত হয়েছে?
উওর: ১৯৭৫ সলের,২ ডিসেম্বর।

লাওসের রাজধানীর নাম কি?
উত্তর: ভিয়েনতিয়েন।

লাওসের শাসন ব্যবস্থা কেমন?
উত্তর: সমাজতান্ত্রিক।

লাওসের জনসংখ্যা কত?
উত্তর: ৬,৪৯২,২২৮ জন। (২০১৫)

লাওসের সরকারি ভাষা কি কি?
উত্তর: লাও, ফরাসি।

লাওসের মুদ্রার নাম কি?
উত্তর: লাও কিপ।

দক্ষিণ এশিয়ায় সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেশ কোনটি?
উওর: লাওস।

লাওস কত সাল পযর্ন্ত ফ্রান্সের অধীনে ছিল?
উওর: ১৮৯৩ থেকে ১৯৪৯ সাল পযর্ন্ত।