দেশ পরিচিতিঃ তুরস্ক

 

দেশ পরিচিতিঃ তুরস্ক
 তুরস্কের অবস্থান কোথায়?
উত্তরঃ দক্ষিণ-পূর্ব ইউরোপ ও এশিয়া মাইনরে।

তুরস্ক কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ  ইউরোপ ও এশিয়া মহাদেশে। বেশির ভাগ অংশ এশিয়া মহাদেশে  অবস্থিত।

পৃথিবীর কোন রাষ্ট্র দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
উত্তরঃ  তুরস্ক ও রাশিয়া।

বিখ্যাত অটোমান সাম্রাজের কেন্দ্রস্থল ছিল কোথায়?
উত্তরঃ  তুরস্ক।

প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
উত্তরঃ  আনাতোলিয়া।

ইস্তাম্বুলের পূর্ব নাম কী ছিল ?
উত্তরঃ  কনস্টানটিনোপল।

ইস্তাম্বুল কোন দেশের শহর?
উত্তরঃ তুরস্কের।

আধুনিক তুরস্কের জনক কে?
উত্তরঃ  কামাল পাশা।

মুস্তফা কামাল তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতি হন কবে?
উত্তরঃ  ১৯২৩ সালের,২৯ অক্টোবর।

তুরস্কের সরকারি নাম কি?
উত্তরঃ  প্রজাতন্ত্রী তুরস্ক।

তুরস্কের রাজধানীর নাম কি?
উত্তরঃ আঙ্কারা।

তুরস্কের মুদ্রার নাম কি?
উত্তরঃ তুর্কি লিরা।

তুরস্কের সরকারি ভাষা কোনটি?
উত্তরঃ তুর্কি ভাষা।

তুরস্কের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ বহুদলীয় সংসদীয়  প্রতিনিধিত্বমূলক  সাংবিধানিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র ।

তুরস্ক কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
উত্তরঃ  ১৯২৩ সালে।

তুরস্কের আইনসভার নাম কি?
উত্তরঃ  গ্র্যান্ড জাতীয় সমাবেশ।

তুরস্কের সংসদ কত সংখ্যা বিশিষ্ট?
উত্তরঃ ৫৫০।

তুরস্ক জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ  ১৯৪৫ সালে।

তুরস্কের পার্লামেন্টে কবে সংস্কার প্যাকেজ পাশ হয়?
উত্তরঃ  ৩ আগষ্ট,২০০২।

একমাত্র কোন দেশ উওর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে?
উত্তরঃ  তুরস্ক।

পৃথিবীর কোন নগরী বা শহর দুই মহাদেশে অবস্থিত?
উত্তরঃ  ইস্তাম্বুল।

তুরস্ক কোন জায়গায় এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে?
উত্তরঃ  ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মাঝামাঝি জায়গায় বসপোরাস প্রণালীতে।

তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ  তানসু সিলার।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম কি
উত্তরঃ রেজেপ তাইয়িপ এরদোয়ান।

তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ বিনালি ইলদিরিম।

তুরস্কের কুর্দিভাষা কবে স্বীকৃতি পায়?
উত্তরঃ  ১৯৯১ সালের, ফেব্রুয়ারি মাসে।

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন করে কবে?
উত্তরঃ  ২৭ এপ্রিল, ১৯৯৫।

কামাল আতাতুর্ক তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন কবে?
উত্তরঃ  ১৯২২ সালের, ১ নভেম্বর।

তুরস্কে কবে ইসলামি দল নিষিদ্ধ হয়?
উত্তরঃ  ১৯৯৮ সালের জানুয়ারি মাসে।

অটোমানরা তুর্কি দখল করে নিয়েছিল কবে?
উত্তরঃ  ১৪৫৩ সালে।

তুরস্ক , গ্রিস ও সংযুক্ত বাহিনীর মধ্যে লুসানে চুক্তি সম্পাদিত হয় কবে?
উত্তরঃ  ১৯২৩ সালের,২৪ জুলাই।