সিঙ্গাপুর

 

সিঙ্গাপুরের সরকারি নাম কি?
উত্তর: সিঙ্গাপুর প্রজাতন্ত্র।

সিঙ্গাপুরের আয়তন কত?
উত্তর: ৭১৯.৯ বর্গ কিলোমিটার।

সিঙ্গাপুরের রাজধানীর নাম কি?
উত্তর: সিঙ্গাপুর সিটি।

সিঙ্গাপুরের মুদ্রার নাম কি?
উত্তর: সিঙ্গাপুর ডলার।

সিঙ্গাপুরের জনসংখ্যা কত?
উত্তর: ৫৬,০৭,৩০০ জন (২০১৬)

সিঙ্গাপুরের দাপ্তরিক ভাষা কয়টি ও কি কি?
উত্তর: ৪ টি। যথা: ইংরেজি, মালয়, চীনা মান্দারিন এবং তামিল।

সিঙ্গাপুর কবে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়?
উওর: ১৯৬৫ সালের,৯ আগষ্ট।

স্বাধীন ও আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বা জনক কে?
উওর: লি কুয়ান ইউ।

সিঙ্গাপুর কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উওর: ৫৫ টি।

সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছিল?
উওর: ১৯৬৩ সালে।

সিঙ্গাপুরে প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উওর: ১৯৬৩ সালের,২৯ আগষ্ট।

সিঙ্গাপুর পার্লামেন্টের আসন সংখ্যা কত?
উওর: ৮৩।

সিঙ্গাপুরের আইনসভার নাম কি?
উত্তর: সংসদ।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম কি?
উওর: লী সিয়েন লং।

কোন দেশটি অমুসলিম প্রধান হওয়া সও্বেও পতাকাতে চাঁদ -তারা রয়েছে?
উওর: সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে?
উত্তর: বৌদ্ধ।

সিঙ্গাপুরে মুসলিম জনসংখ্যা কত?
উত্তর: ১৬ শতাংশ।

সিঙ্গাপুরের মূল ভূখন্ডের আকৃতি কিসের মতো?
উত্তর: হীরকাকৃতির।