বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ চাকমা
June 24, 2021
বাংলাদেশের ১ম বৃহত্তম উপজাতি কোনটি?
উত্তরঃ চাকমা।
বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষিত কোন উপজাতি বাস করে?
উত্তরঃ চাকমা।
চাকমাদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ বিজু।
চাকমাদের ভাষার নাম কি?
উত্তরঃ চাকমা।
চাকমারা প্রধানত কোন ধর্মের অনুসারি?
উত্তরঃ বৌদ্ধ।
চাকমা পরিবারের প্রধান কে?
উত্তরঃ পিতা।
চাকমা সার্কেলের প্রধান কে?
উত্তরঃ চাকমা রাজা।
বর্তমান চাকমা সার্কেলের রাজা কে?
উত্তরঃ দেবাশীষ রায়।
চাকমা সমাজে রাজার পদটি নির্বাচিত হয় কিভাবে?
উত্তরঃ বংশানুক্রমিক ভাবে।
চাকমা গ্রামকে কি বলে?
উত্তরঃ আদাম।
চাকমারা গ্রামের প্রধানকে কী বলে?
উত্তরঃ কার্বারী।
চাকমাদের জীবিকার প্রধান উপায় কি?
উত্তরঃ কৃষি কাজ।
চাকমারা কোন পদ্ধতিতে কৃষি কাজ করে?
উত্তরঃ জুম চাষ পদ্ধতিতে।
চাকমাদের প্রধান খাদ্য কী?
উত্তরঃ ভাত।
চাকমাদের প্রিয় খাদ্য কোনটি?
উত্তরঃ বাঁশকোড়ল।
চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম কি?
উত্তরঃ পিনোন ও হাদি।
চাকমা পুরুষদের পরনের কাপড়ের নাম কি?
উত্তরঃ সিলুম ও টেন্নে হানি।
বাংলাদেশে চাকমারা কোন অঞ্চলে বাস করে?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।
কিয়াং কি?
উত্তরঃ বৌদ্ধ মন্দির।
চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ ফেবো।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংগঠনটি গঠন করেন কে?
উত্তরঃ কামিনী মোহন দেওয়ান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংগঠনটি পুন:গঠন করেন কে?
উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা।