পরিবেশ দূষণ ও বাংলাদেশ
June 21, 2021
পরিবেশ কি?
উত্তরঃ আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ।
পরিবেশ দূষণ বলতে কি বুঝ?
উত্তরঃ মানুষের দৈনন্দিক কর্মকান্ডের ফলে সৃষ্ট ক্ষতিকর পদার্থ পরিবেশে নির্গমনের ফলে পরিবেশের যে স্বাভাবিক অবস্থা নষ্ট হয় তাকে পরিবেশ দূষণ বলে।
আন্তর্জাতিক পরিবেশ দিবস কত তারিখ?
উত্তরঃ ৫ জুন।
বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি ঘোষিত হয় কবে?
উত্তরঃ ১৯৯২ সালে।
বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন জারি করা হয় কবে?
উত্তরঃ ১৯৯৫ সালে।
বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় কবে?
উত্তরঃ ঢাকায় ১ জানুয়ারি ২০০২ ও সারা দেশে ৩ মার্চ ২০০২ সালে।
পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার প্রধান কারণ কি?
উত্তরঃ পরিবেশ দূষণ কমানো।
কোন জালানি পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?
উত্তরঃ ডিজেল।
গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস থাকে?
উত্তরঃ কার্বন মনোক্সাইড।
SMOG কি?
উত্তরঃ দূষিত বাতাস।
ঢাকা মহানগরীতে টু-স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি ২০০৩।
পরিবেশের কোন ধরণের দূষণের ফলে উচ্চ রক্তচাপ হতে পারে?
উত্তরঃ শব্দ দূষণ।
শব্দ দূষণ পরিমাপের একক কি?
উত্তরঃ ডেসিবল।
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
উত্তরঃ ১০৫ ডিবি।
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে?
উত্তরঃ নিচু ভূমি নিমজ্জিত হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশে কতটুকু বনভূমি থাকা দরকার?
উত্তরঃ মোট আয়তনের শতকরা ২৫ ভাগ।
বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?
উত্তরঃ বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ ১৫.৫৮ শতাংশ।
বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান কত?
উত্তরঃ ২০২০ সালের বায়ুর মানের উপর ভিত্তি করে বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান প্রথম। (সূত্রঃ আইকিউএয়ার, ২০২১)
পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে?
উত্তরঃ হেনরি ডেভিড।
গ্রিন পিস কি?
উত্তরঃ গ্রিন পিস হলো একটি আন্তর্জাতিক সেচ্ছা সেবী পরিবেশবাদী সংস্থা।
গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
উত্তরঃ নেদারল্যন্ডের।