বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ হাজং

 

বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ হাজং
হাজংদের অদি নিবাস কোথায় ?
উত্তরঃ ময়মনসিংহ ও নেত্রকোনা।

বাংলাদেশে হাজংদের বসবাস কোথায়? 
উত্তরঃ ময়মনসিংহ,  নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও সুনামগঞ্জ।

বাংলাদেশে বসবাসরত হাজংদের প্রধান ভাষা কি?
উত্তরঃ বাংলা।

হাজংরা কোন ধর্মাবলম্বী?
উত্তরঃ সনাতন। 

হাজংদের প্রধান দেবতা কে?
উত্তরঃ হিন্দুদের প্রায় সব দেব-দেবী।

হাজংদের পারিবারিক কাঠামো কেমন?
উত্তরঃ পিতৃতান্ত্রিক।

ময়মনসিংহের টঙ্গ আন্দোলনের অন্যতম বিপ্লবী নেত্রী কে ছিলেন?
উত্তরঃ রাসিমণি হাজং।

হাজংদের জীবিকার প্রধান মাধ্যম কোনটী?
উত্তরঃ জমি চাষাবাদ।

হাজং নারীদের পরিধেয় পোশাকের নাম কি?
উত্তরঃ পাথিন।

হাজংদের প্রধান খাদ্য কি?
উত্তরল ভাত। 

হাজংদের সমাজ কয়টি গোত্রে বিভক্ত?
উত্তরঃ ১৭ টি গোত্রে।

উপাসনাভেদে হাজংরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত?
উত্তরঃ দুইটি। যথাঃ হাজং ও খাটাল।