বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী
April 18, 2023
বাংলাদেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠী বা উপজাতি কয়টি?
উত্তরঃ ৫০ টি।
পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বাস করে?
উত্তরঃ ১৩ টি।
বাংলাদেশে উপজাতিদের ভাষা কয়টি?
উত্তরঃ ৩২ টি।
বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?
উত্তরঃ ১৫,৮৬,১৪১।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত?
উত্তরঃ পুরুষ ৭,৯৭,৪৭৭ ও নারী ৭,৮৮,৬৬৪ ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যার কত ভাগ?
উত্তরঃ ১.১০%।
বাংলাদেশের উপজাতিদের অধিকাংশ কোন ধর্মের অনুসারী?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের। (৪৩.৭%)
পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম আদিবাসী কোনটি?
উত্তরঃ মুরং বা ম্রো
বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি?
উত্তরঃ চাকমা।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
উত্তরঃ সাওতাল।
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম?
উত্তরঃ খুমি ও চকদের।
বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তা সবচেয়ে বেশি শিক্ষিত?
উত্তরঃ চাকমা।
বাংলাদেশের কোন দুটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
উত্তরঃ খাসিয়া ও গারো।
বাংলাদেশি যে উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ?
উত্তরঃ গারো ও খাসিয়া ব্যতীত বাকি সব গুলো।
বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তরঃ সিলেট অঞ্চলের।
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসলাম ধর্মবলম্বী?
উত্তরঃ পাঙন ও লাউয়া।
চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ ফেবো।
'ঝুম' চাষ পদ্ধতিতে বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে।
একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী বা উপজাতি মুক্তিযোদ্ধা কে?
উত্তরঃ ইউ কে চিং (বীর বিক্রম) । তিনি ছিলেন মারমা উপজাতি ।
উপজাতি বা ক্ষুদ্র নৃ গোষ্ঠী গেরিলা সংগঠনের নাম কি?
উত্তরঃ শান্তি বাহিনী।
শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে হয়েছিল?
উত্তরঃ ২ ডিসেম্বর , ১৯৯৭ । এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা।
উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
উত্তরঃ ২৩(ক) অনুচ্ছেদে।
বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান কয়টি?
উত্তরঃ ৮টি।
উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ বিরিশিরি, নেত্রকোণা।
পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে কি বলা হয়?
উত্তরঃ বৈসাবি।
পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি?
উত্তরঃ ৩টি।
চাকমা সার্কেলের প্রধান কে?
উত্তরঃ চাকমা রাজা।
বোমাং সার্কেলের প্রধান কে?
উত্তরঃ বোমাং রাজা।
মং সার্কেলের প্রধান কে?
উত্তরঃ মং রাজা।
রাজবংশী উপজাতিরা কোন অঞ্চলে বসবাস করে?
উত্তরঃ রংপুর।
বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
উত্তরঃ পাঙ্গন ও লাওরা।
বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই?
উত্তরঃ খুলনা বিভাগে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস কত তারিখ?
উত্তরঃ ৯ আগস্ট।
বাংলাদেশের নৃ-গোষ্ঠী পরিচিতি | |
---|---|
চাকমা | সাঁওতাল |
মারমা | গারো |
ত্রিপুরা | মণিপুরী |
খাসিয়া | হাজং |
রাখাইন | ওঁরাও |