বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ খাসিয়া
June 27, 2021
খাসিয়াদের পারিবারিক কাঠামো কেমন?
উত্তরঃ মাতৃতান্ত্রিক।
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
উত্তরঃ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ
খাসিয়ারা কোন ধর্মের অনুসারী?
উত্তরঃ খ্রিস্টান।
খাসিয়াদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ বড়দিন।
খাসিয়াদের প্রধান দেবতাদের নাম কি?
উত্তরঃ উব্লাউ নাংমউ, উব্লাউ মতং, উব্লাউ সংসপাহ, উরিং কেউ, কায়িহ।
খাসিয়া গ্রাম কি নামে পরিচিত?
উত্তরঃ পুঞ্জি নামে।
খাসিয়ারা কোন পাহাড়ের পাদদেশে বাস করে?
উত্তরঃ সিলেট জেলার সীমান্তবর্তী জৈয়ন্তিকা পাহড়ে।
খাসিয়া মেয়েদের পোশাকের নাম কি?
উত্তরঃ কাজিম পিন নামক ব্লাউজ ও ফুংগ মারুং লুঙ্গি।
খাসিয়াদের প্রধান দেবতার নাম কি?
উত্তরঃ উব্লাই নাংথুউ।