বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ মারমা
June 27, 2021
নৃতাত্ত্বিক বিচারে মারমা উপজাতিরা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ মঙ্গোলীয়।
মারমাদের আদি নিবাস কোথায়?
উত্তরঃ আরাকান।
মারমা উপজাতিরা কোথায় বাস করে?
উত্তরঃ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি।
মারমা উপজাতি কোন পাহাড়ের পাদদেশে বাস করে?
উত্তরঃ চিম্বুক পাহাড়ের পাদদেশে।
মারমাদের ভাষার নাম কি?
উত্তরঃ মগী।
মারমারা লেখার সময় কোন বর্ণমালা ব্যবহার করে?
উত্তরঃ বার্মিজ।
মারমাদের গ্রামকে কি বলা হয়?
উত্তরঃ রোয়া।
মারমা গ্রাম প্রধান কে কি বলে?
উত্তরঃ রোয়াজা বা কারবারি।
মারমাদের সমাজ কাঠামো কেমন?
উত্তরঃ পিতৃতান্ত্রিক।
মারমা সমাজের প্রধানকে কি বলা হয়?
উত্তরঃ রাজা।
মারমারা প্রধানত কোন ধর্মের অনুসারী?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের।
মারমাদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তরঃ থাদুত্তুয়াং।
মারমাদের প্রধান খাবার কোনটি?
উত্তরঃ ভাত ও সিদ্ধ সবজি।
মারমাদের প্রিয় খাবার কোনটি?
উত্তরঃ নাম্পি বা শুঁটকি মাছের ভর্তা।
মারমাদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?
উত্তরঃ থামি ও আংগি।
মারমাদের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ বৌদ্ধ।
মারমাদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ লাবরে, যার অর্থ পূর্ণচন্দ্র বা পূর্ণিমা। এটি প্রতি মাসে একবার পালন করে।
মারমারা বছরে কয়টি ‘লাবরে’ উদযাপন করেন?
উত্তরঃ ১২ টি।
মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কি?
উত্তরঃ সাংগ্রাই।
মারমাদের জলোৎসব অনুষ্ঠিত হয় কখন?
উত্তরঃ এপ্রিল মাসে।
মারমাদের প্রধান পেশা কী?
উত্তরঃ জুম চাষ ।
মারমাদের পরিধেয় বস্ত্র কি কি?
উত্তরঃ লুঙি ও এনিজ্যি।
এক মাত্র খেতাব প্রাপ্ত উপজাতি কে?
উত্তরঃ ইউ কে সিং মারমা (বীর বিক্রম)।
মগ নামে পরিচিত ছিল কারা?
উত্তরঃ মারমারা।
মগ উপজাতি পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত?
উত্তরঃ মারমা নামে।