বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ মণিপুরী
June 24, 2021
বাংলাদেশের কোন অঞ্চলে মণিপুরীদের বসবাস?
উত্তরঃ বৃহত্তর সিলেট।
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তরঃ সিলেট অঞ্চলের।
মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কবে প্রথম বাংলাদেশে আসে?
উত্তরঃ ১৭৬৫ সালে।
মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণী রয়েছে?
উত্তরঃ ২টি।
মণিপুরীদের গোত্র কয়টি ও কি কি?
উত্তরঃ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈ তৈ মণিপুরী।
মণিপুরীরা কোন ধর্মের অনুসারী?
উত্তরঃ বৈষ্ণব হিন্দু।
মণিপুরীদের নিজস্ব লৌকিক ধর্মের নাম কি?
উত্তরঃ আপোকপা।
মণিপুরীদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ রাসোৎসব।
মণিপুরীরা কি কি উৎসব পালন করে?
উত্তরঃ রথযাত্রা , দোলযাত্রা , হোলি উৎসব , চৈত্র সংক্রান্তি , রাসপূর্ণিমা ইত্যাদি।
মণিপুরীদের প্রধান খাদ্য কোনটি?
উত্তরঃ ভাত। বিশেষ খাবার সিঞ্চেডা।
বিষ্ণুপ্রিয়া মণিপুরী কোন ভাষাভাষী?
উত্তরঃ ইন্দো-এরিয়ান।
মৈ তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক?
উত্তরঃ মঙ্গোলীয়।
মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত আছে?
উত্তরঃ ২টি।
মণিপুরী মেয়েদের পোশাকের নাম কি?
উত্তরঃ 'লাহিং আর আহিং' এবং ওড়না।
মণিপুরী পুরুষদের পোশাকের নাম কি?
উত্তরঃ ধুতি ও পাঞ্জাবি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন?
উত্তরঃ ১৯১৯ সালে।
'ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন' সংগঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪০ সালে।
মণিপুরী ললিতকলা একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার।
মনিপুরীদের বিখ্যাত শিল্প কোনটি?
উত্তরঃ নৃত্য।