বাংলাদেশের উপজাতিদের বর্ষবরণ উৎসব

 

বাংলাদেশের উপজাতিদের বর্ষবরণ উৎসব
বাংলাদেশে বহু উপজাতির বসবাস। একেক গোষ্ঠী একেক ভাবে বর্ষবরণ করে থাকে। নিম্নে কয়েকটি উপজাতির বর্ষবরণ তুলে ধরা হলোঃ
গোষ্ঠীর নাম উৎসব
চাকমা বিজু
সাঁওতাল আবির/সহরায়
রাখাইন সাংগ্রাই ও জলকেলি
মারমা সাংগ্রাই
ত্রিপুরা বৈসুক
তঞ্চঙ্গ্যা বৈসুক
অহমিয়া বিহু
খিয়াং সাংলান
ওরাও ফাগুয়া
মুরাং চাংক্রান