বাংলাদেশে বহু উপজাতির বসবাস। একেক গোষ্ঠী একেক ভাবে বর্ষবরণ করে থাকে। নিম্নে কয়েকটি উপজাতির বর্ষবরণ তুলে ধরা হলোঃ
গোষ্ঠীর নাম | উৎসব |
চাকমা | বিজু |
সাঁওতাল | আবির/সহরায় |
রাখাইন | সাংগ্রাই ও জলকেলি |
মারমা | সাংগ্রাই |
ত্রিপুরা | বৈসুক |
তঞ্চঙ্গ্যা | বৈসুক |
অহমিয়া | বিহু |
খিয়াং | সাংলান |
ওরাও | ফাগুয়া |
মুরাং | চাংক্রান |