বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ ওঁরাও

 

বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ ওঁরাও
নৃতাত্ত্বিক বিচারে ওঁরাও উপজাতিরা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ আদি-অস্ট্রেলীয়।

বাংলাদেশের কোন কোন জেলায় ওঁরাওরা বসবাস করে?
উত্তরঃ দিনাজপুর, রাংপুর, রাজশাহী।

ওঁরাওদের ভাষার নাম কি?
উত্তরঃ কুরুখ।

ওঁরাওদের গ্রাম প্রধানের নাম কি?
 উত্তরঃ মাহাত।
 
ওঁরাওদের প্রধান দেবতা কে?
উত্তরঃ ধরমেশ বা ধরমি।

ধরমেশ দেবতার সন্তুষ্টি লাভের জন্য ওঁরাওরা কোন উৎসবের আয়োজন করে?
উত্তরঃ ডানডাকাঁটা।

ওঁরাওদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ কারাম।

ওঁরাওদের কয়টি দল আছে?
উত্তরঃ ৩ টি দল। যথাঃ হাত সাঙ্গিয়া , ওপার সাঙ্গিয়া , কাত্রিও।

ওঁরাওদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ কুরুখ / শাদইর।

ওঁরাওরা কিসের উপাসক?
উত্তরঃ ওঁরাওরা প্রকৃতি  বা জড় উপাসক।

বর্তমানে ওঁরাওরা কোন ধর্ম পালন করে?
উত্তরঃ সনাতন ও খ্রিস্টান।

নাদ বা প্রেতাত্মায় বিশ্বাস করে কারা?
উত্তরঃ ওঁরাওরা।

ওঁরাওদের গ্রাম সংগঠনের নাম কি?
উত্তরঃ পাঞ্চেস।

পাঞ্চেসের উপরের সংগঠনের নাম কি?
উত্তরঃ পাঁড়হা।

ওঁরাওদের ঐতিহাসিক পরিধেয় পোশাকের নাম কি?'
উত্তরঃ নারীদের ফতা ও পুরুষের নেংটি।

ওঁরাওদের প্রধান খাবার কি?
উত্তরঃ ভাত।

ওঁরাও সমাজে পার্বণিক উৎসব কয়টি?
উত্তরঃ চারটি। 

জন্মান্তরবাদী উপজাতি কারা?
উত্তরঃ ওঁরাওরা।