দেশ পরিচিতিঃ ফিলিস্তিন
ফিলিস্তিনের-এর রাষ্ট্রীয় নাম কি?
উত্তরঃ স্টেট অব প্যালেস্টাইন।
PLO গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৪সালে।
PLO এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ মাহমুদ আব্বাস।
PLO এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ফিলিস্তিনের রামাল্লায় (ওরিয়েন্ট হাউজ)।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৫ নভেম্বর, ১৯৮৮সালে।
ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তরঃ আলজেরিয়া।
PLO জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম আমন্ত্রণ পায় করে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
প্যালেস্টাইন মুক্তি সংস্থা ও ইসরাইল পরস্পর স্বীকৃতি দান করে কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ১৯৯৩ সালে।
PLO ও ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে।
ওয়াফা কী?
উত্তরঃ ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
UNESCO কোন শহরকে শান্তির শহর বলে ঘোষণা করে?
উত্তরঃ হেবরনকে।
হেবরন মসজিদে ৬৩ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৪ সালে।
হেবরন মসজিদের হত্যাকান্ড কে চালান?
উত্তরঃ ডাঃ গোল্ড ষ্টেইন।
জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় কত সালে?
উত্তরঃ ৭ জুলাই, ১৯৯৮ সালে।
পিএলও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ভিউনিশিয়ায়।
স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরকারীগণের নাম কী?
উত্তরঃ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রি শিমন পেরেজ এবং পিএলও নির্বাহী কমিটির সদস্য মাহমুদ আব্বাস।
গাজা ও জেরিকো থেকে ইসরায়েলের অপসারণ বিষয়ে দু’দেশের মধ্যে কবে চুক্তি স্বাক্ষর হয়েছিল?
উত্তরঃ ৯ ফ্রেব্রুয়ারি, ১৯৯৪।
ফিলিস্তিনীদের নিকট জেরিকো শহর কবে হস্তান্তর করা হয়?
উত্তরঃ ১৩ মে, ১৯৯৪।
ফিলিস্তিনীদের নিকট গাজা কবে হস্তান্তর করা হয়?
উত্তরঃ ১৭মে, ১৯৯৪।
১৯৭৩ সালের আরব-আসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল ছিল কত দিন?
উত্তরঃ ১৮ দিন।
কোন মহিলা প্রথম পি. এল. ও-র পুলিশ মনোনীত হন?
উত্তরঃ ফাতেমা বিরনবী।
ইয়াসির আরাফাতের দলেন নাম কী?
উত্তরঃ আল ফাতাহ্ ।
ফাতাহ দিবস কী?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৬৫ সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO -এর আর ফাতাহ গ্রুপ গঠিত হয়। তাই এ দিনটি ফাতাহ দিবস নামে খ্যাত।
পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানীর নাম কী?
উত্তরঃ রামাল্লাহ।
কোথায় পিএলও-ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ওয়াশিংটনের হোয়াইট হাউজে।
২৭ বছরের ইসরায়েলি দখলদাবির অবসান ঘটিয়ে ফিলিস্তিনি পুলিশ কবে গাজায় প্রবেশ করে?
উত্তরঃ ১৯৯৪ সালের, ১ মে।
কবে ইসরায়ের পশ্চিম তীরের জেনিন ভূ-খন্ড ফিলিস্তিনের নিকট হস্তান্তর করে?
উত্তরঃ ২০ নভেম্বর ১৯৯৮।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন (পিএফএলপি) কোন দেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম?
উত্তরঃ ফিলিস্তিনের।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদ প্রথমবারের মত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় কবে?
উত্তরঃ ১২ মার্চ, ২০০২।
বিশ্বে পিএলও’র কতটি মিশন রয়েছে এবং এর কতটি কুটনৈতিক মর্যাদা পায়?
উত্তরঃ ৯১টি এর মধ্যে ৭৫টি কুটনৈতিক মর্যাদা পায়।
প্রথম কোন বিদেশি সরকার প্রধান ফিলিস্তিন স্বায়ত্তশাসিত এলাকা সফর করেন?
উত্তরঃ তুরষ্কের তৎকালীন প্রধানমন্ত্রী তানসু শিলার।
ইয়াসির আরাফাত কবে পিএলও প্রধান পদে নিযুক্ত হন?
উত্তরঃ ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি।
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের পর মিশরের সদস্যপদ বাতিল করেছিল কোন কোন সংস্থা?
উত্তরঃ ওআইসি ও আরবলীগ।
যুক্তরাষ্ট্রেসহ ব্যাপক আর্ন্তজাতিক চাপের মুখে কবে ইসরায়েল পশ্চিম তীরের রামাল্লা শহর থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়?
উত্তরঃ ১৫ মার্চ, ২০০২।
পশ্চিম তীরের বেথেলহেমের নেটিবেটি মার্চ ইসরায়েল অবরোধ করে রাখে কত দিন?
উত্তরঃ ৩৯ দিন।
ফিলিস্তিনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
উত্তরঃ ২০ জানুয়ারি, ১৯৯৬।
পিএলও-র সদর দপ্তরের নাম কি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ওরিয়েন্ট হাউস, রামাল্লায় অবস্থিত।
আরব-ইহুদিদের মধ্যে "শেকের দেওয়াস" নিয়ে সংঘর্ষ বাঁধে করে?
উত্তরঃ ১৯৩০ সালে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ করে একটি অন্তর্বতী ফিলিস্তিনি রাষ্ট্রের রূপরেখা দিয়ে মধ্যপ্রাচ্য সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করেন?
উত্তরঃ ২৪ জুন, ২০০২।
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ প্রণীত ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষের অবসান এবং সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা "রোডম্যাপ" করে ফিলিস্তিন ও ইসরাইলি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়?
উত্তরঃ ৩০ এপ্রিল, ২০০৩।
ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত কবে কোথায় মৃত্যু বরণ করেন?
উত্তরঃ ১১ নভেম্বর ২০০৪ ফ্রান্সের প্যারিসের সামরিক হাসপাতাল।
ইয়াসির আরাফাতকে সামরিক মর্যাদায় জানাযা দেয়া হয় কবে কোথায়?
উত্তরঃ ১২ নভেম্বর ২০০৪ সালে কায়বোতে।
ইয়াসির আরাফাতকে কোথায় কবর দেয়া হয়?
উত্তরঃ ফিলিস্তিনের রামাল্লা পিএলও-এর সদর দপ্তর প্রাঙ্গনে।
মাহমুদ আব্বাস ফিলিস্তিনের কততম প্রধানমন্ত্রী?
উত্তরঃ প্রথম।
ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের বর্তমান প্রথানমন্ত্রী কে?
উত্তরঃ রামি হামদাল্লাহ।
ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ-এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ মাহমুদ আব্বাস।
ফিলিস্তিন হামাসকে নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করা হয় কবে?
উত্তরঃ ১৭ জুন, ২০০৭।
৩ জুলাই ২০০৬ সালে ইহুদি রাষ্ট্র ইসরাইল কি নামে ফিলিস্তিনে হামলা শুরু করে?
উত্তরঃ অপারেশন সামার রেইনস।
সম্প্রতি গাজার সিমান্তে বাফা ক্রসিং খুলে দিতে ইসরাইল ও ফিলিস্তিন চুক্তি স্বাক্ষরিত হয় কোন তারিখে?
উত্তরঃ ১৫ নভেম্বর ২০০৫ সালে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রোডম্যাপ বা শান্তি পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার কথা কবে?
উত্তরঃ ২০০৫ সালে।
সম্প্রতি বিশ্বের বহুল আলোচিত "রোডম্যাপ" কী?
উত্তরঃ ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্ম পরিকল্পনা যার মধ্যে সড়ক মানচিত্র
অন্তর্ভূক্ত থাকবে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া গঠিত "রোড ম্যাপ" কারা প্রণয়ন করে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।
ফিলিস্তিন UNESCO-এর ১৯৫তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ ৩১ অক্টোবর ২০১১ সালে।
ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণঙ্গ সদস্য পদের জন্য আবেদন করে কবে?
উত্তরঃ ৪১ অক্টোবর ২০১১ সালে।
ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেল কবে?
উত্তরঃ ২৯ নভেম্বর ২০১২ সালে।
ফিলিস্তিন কবে জাতিসংঘের "অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের" মর্যাদা লাভ করে?
উত্তরঃ ২৯ নভেম্বর, ২০১২।
প্রথমবারের মতো জাতিসংঘের সংস্থা ইউনেস্কোতে কোন দেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ ফিলিস্তিনীর।
ফিলিস্তিন কবে জাতিসংঘের পূর্ব সদস্যপদ লাভের জন্য আবেদন করে?
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ২০১১।
ইসরায়েল–ফিলিস্তিন সংকট ২০২১ এর অবসান ঘটে কবে?
উত্তরঃ ২১ মে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির ফলে এই সংকটের অবসান ঘটে।