বাংলাদেশের জনসংখ্যা

 

দেশ পরিচিতিঃ লাওস
সতর্কতাঃ তথ্যগুলো পরিবর্তনশীল। সম্প্রতি পরিবর্তন হবে বা ইতোমধ্যে পরিবর্তন হয়েছে।

বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা কত?
উত্তরঃ ১৬ কোটি ৬৫ লাখ বা ১৬৬.৫০ মিলিয়ন। (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০)

বাংলাদেশের পুরুষ ও মহিলার সংখ্যা কত?
উত্তরঃ  পুরুষ ৮,৩৩,৩০,০০০ জন ও মহিলা ৮,৩১,৭০,০০০ জন।   (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০)

২০১১ সালের আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত?
উত্তরঃ ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

২০১১ আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পুরুষ ও মহিলার সংখ্যা কত?
উত্তরঃ  পুরুষ ৭,৪৯,৮০,৩৮৬ জন ও মহিলা ৭,৪৭,৯১,৯৭৮ জন।

বাংলাদেশের পুরুষ ও মহিলার অনুপাত কত?
উত্তরঃ ১০০:১০৩. (আদমশুমারী-২০১১)

বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উত্তরঃ ১.৩৭%  (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০, আদমশুমারী-২০১১)

বাংলাদেশে জনবসতি ঘনত্বের হার কত?
উত্তরঃ  ১০১৫ জন। (আদমশুমারী-২০১১)

বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ শহরে বসবাস করে?
উত্তরঃ ২৩.৩৯%%   (আদমশুমারী-২০১১) । অথবা ৩৮.৭৭%  (সূত্র: আর্থনৈতিক সমীক্ষা-২০১৩)

বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ গ্রামে বসবাস করে?
উত্তরঃ ৭৬.৬১% (আদমশুমারী-২০১১) ।  অথবা ৬১.২৩%  (আর্থনৈতিক সমীক্ষা-২০১৩)

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বাস করে শতকরা কত জন?
উত্তরঃ ৪০% (প্রায়) (অর্থনৈতিক সমীক্ষা-২০১১)।

বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে শতকরা কত জন?
উত্তরঃ ২৫.১% (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)। 

বাংলাদেশের জনসংখ্যার শতকরা কতভাগ মুসলিম?
উত্তরঃ ৯০.৪% মুসলিম।  (৮.৫% হিন্দু, ০.৬% বৌদ্ধ, ০.৪% খ্রিষ্টান, ০.১% অন্যান্য)।(আদমশুমারী,২০১১)

বাংলাদেশে সবচেয়ে কম দারিদ্র্যসীমার নীচে বাস করে কোন জেলার লোক?
উত্তরঃ কুষ্টিয়া।

বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে কোন জেলার লোক?
উত্তরঃ ময়মনসিংহ।

বাংলাদেশে জনসংখ্যা বেশি বসবাস করে কোন বিভাগে?
উত্তরঃ ঢাকা।

বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তরঃ ৭২.৬ বছর। পুরুষের ৭১.১ বছর ও নারীর ৭৪.৪ বছর। (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০)

২০১১ এর আদমশুমারি রিপোর্ট অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর ছিল?
উত্তরঃ ৬৭.২ বছর। (পুরুষ- ৬৬.১ বছর ও মহিলা ৬৮.৭ বছর)।

উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৬১ সালে (লর্ড ক্যানিং-এর সময়)।

বাংলাদেশে  এ পর্যন্ত মোট কতবার আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৫ বার।

বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে (১০-১৮ মে)।

বাংলাদেশে ২য় আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮১ সালে।

বাংলাদেশে ৩য় আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯১ সালে।

বাংলাদেশে ৪র্থ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ২০০১ সালে (২৩-২৭ জানুয়ারি)।

বাংলাদেশে ৫ম বা সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে।

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ অষ্টম।

আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯৫ তম।

জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ চতুর্থ।

জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া। (দ্বিতীয়: পাকিস্তান, তৃতীয়: নাইজেরিয়া)। 

 জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার কততম দেশ?
উত্তরঃ ৫ম।

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম দেশ?
উত্তরঃ তৃতীয়।(প্রথম: ভারত, দ্বিতীয়: পাকিস্তান)।

বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার কত?
উত্তরঃ ৩৯ জন। (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)। 

ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
উত্তরঃ  জ্যামিতিক হারে। (১, ২, ৪, ৮,১৬, ... ...)

খাদ্যের উৎপাদন বাড়ে কোন হারে?
উত্তরঃ গাণিতিক হারে (১,২, ৩, ৪,৫, ... ...)

বাংলাদেশে বর্তমানে প্রতি হাজারে স্থুল জন্মহার কত?
উত্তরঃ ১৮.১ জন। (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০) অথবা   ১৭.৮৮ জন।  (আদমশুমারী-২০১১)। 

বাংলাদেশে বর্তমানে প্রতি হাজারে স্থুল মৃত্যুহার কত?
উত্তরঃ ৪.৯ জন (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০) অথবা ২.১০ জন।  (আদমশুমারী-২০১১)। 

বাংলাদেশের স্বাক্ষরতার হার কত? (১৫+ বছর) 
উত্তরঃ ৭৪.৭০ শতাংশ।  (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০)

বাংলাদেশের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটি?
উত্তরঃ ঢাকা জেলা।

বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান।

ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
উত্তরঃ ২৩ হাজার। (World City Populations 2021)  

বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত?
উত্তরঃ ৭-১৬ বছর।

বাংলাদেশে কিশোর অপরাধ কেন্দ্র কোথায় অবস্তিত?
উত্তরঃ টঙ্গি, গাজীপুর।

বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্তিত?
উত্তরঃ কোনাবাড়ি, গাজীপুর।

বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রুণ শিশু জন্মগ্রহণ করে কবে?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০০৮। 

সূত্রঃ Bangladesh Statistics 2020, আদমশুমারি রিপোর্ট ২০১১, World City Populations 2021 ও ইন্টারনেট ও অন্যান্য।