বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ রাখাইন

 

বাংলাদেশের নৃ-গোষ্ঠীঃ রাখাইন
রাখাইনদের আদি নিবাস কোথায়?
উত্তরঃ আরাকান, মায়ানমার।

রাখাইনদের কাদের বংশদর বলা হয়?
উত্তরঃ মগের।

রাখাইন শব্দের অর্থ কি?
উত্তরঃ রাখাইন শব্দের অর্থ রক্ষণশীল জাতি।  

রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট  কোথায়?
উত্তরঃ রামু, কক্সবাজার।
 
বাংলাদেশে রাখাইন উপজাতি কোথায় বাস করে?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার।

রাখাইনরা বেশি বাস করে কোন জেলায়?
উত্তরঃ পটুয়াখালীতে।
 
রাখাইনদের ভাষা কি?
উওরঃ আরাকানিজ।
 
রাখাইরা কোন ধর্মাবলম্বী?
উত্তরঃ বৌদ্ধ।

রাখাইনদের প্রধান উৎসব কোনটি?
উত্তরঃ সাংগ্রাং।

রাখানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি?
উত্তরঃ বুদ্ধপূর্ণিমা।

রাখাইনদের বর্ষবরণ উৎসবের নাম কি?
উত্তরঃ জলকেলি।