বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ সাঁওতাল

 

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ সাঁওতাল
বাংলাদেশের ২য় বৃহত্তম উপজাতি কোনটি?
উত্তরঃ সাঁওতাল।

সাঁওতালদের ভাষার নাম কী?
উত্তরঃ সাঁওতালী।

লিখিত বর্ণমালা নেই কোন উপজাতির?
উত্তরঃ সাঁওতাল।

সাঁওতালদের প্রধান উৎসব কী?
উত্তরঃ সোহরাই উৎসব।

সাঁওতাল পরিবারের প্রধান কে?
উত্তরঃ পিতা।

সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেমে বিভক্ত?
উত্তরঃ ১২টি।

সাঁওতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কী বলে অভিহিত করে?
উত্তরঃ দেশ।

বাংলাদেশের কোন কোন জেলায় সাঁওতাল বাস করে?
উত্তরঃ রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর।

সাঁওতালদের প্রধান খাদ্য কী?
উত্তরঃ ভাত। এছাড়াও বিশেষ খাবার  নলিতা বা পাটশাক।

সাঁওতালদের সমাজে কোন বিবাহের প্রচলন আছে?
উত্তরঃ বিধবা বিবাহ।

সাঁতালী ভাষায় বিধবাকে কি বলা হয়?
উত্তরঃ রান্ডি।

অভিভাবকদের পছন্দ অনুযায়ী সাঁওতালি সমাজে যে বিয়ে হয় তাকে সাঁওতালি ভাষায় কি বলে?
উত্তরঃ ডাঙুয়াবাপলা বলে।

সাঁওতালদের পোশাকের নাম কি?
উত্তরঃ সাঁওতালদের নারীরা 'ফতা' নামের দুই খন্ড কাপড় পরিধান করেন  এবং বর্তমানে পুরুষদের লুঙ্গি, ধুতি, গেঞ্জি ইত্যাদি পরিধান করতে দেখা যায়।

একমাত্র জড় উপাসক উপজাতি কোনটি?
উত্তরঃ সাঁওতাল।

 সাঁওতালি ভাষায় দেবতাকে কি বলা হয়?
 উত্তরঃ বোংগা।
 
সাঁওতালদের প্রধান দেবতার নাম কি?
উত্তরঃ সূর্যদেব। 

সাঁওতালদের দেবতাদের নাম কি?
উত্তরঃ সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো ইত্যাদি।

সাঁওতালদের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত এর নাম কী?
উত্তরঃ ল’বীর বা জঙ্গল মহাসভা।

সাঁওতাল বিদ্রোহের নায়ক কে?
উত্তরঃ ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।