বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ত্রিপুরা
June 27, 2021
ত্রিপুরা নামটি কোথায় থেকে উদ্ভব হয়?
উত্তরঃ ত্রিপুরা নামটির ত্রিপুরার পৌরাণিক মহারাজা ত্রিপুরের নামানুসারে রাখা হয়। আবার কারো কারো মতে ত্রিপুরা নামটির উৎস হল হিন্দু পুরাণে উল্লিখিত দশমহাবিদ্যার একতম ত্রিপুরাসুন্দরী।
ত্রিপুরা বর্ষবরণ উৎসবের নাম কি?
উত্তরঃ বৈসুক।
ত্রিপুরা কোন ধর্মবিশ্বাসের বিশাসী?
উত্তরঃ সনাতন ধর্মের।
ত্রিপুরাদের বসবাস কোন কোন জেলায়?
উত্তরঃরাঙামাটি, খাগড়াছড়ি,বান্দারবান, সিলেট,কুমিল্লা,চট্রগ্রাম জেলায়।
ত্রিপুরাদের প্রধান খাদ্য কি?
উত্তরঃ ভাত।
ত্রিপুরাদের সাংস্কৃতিক সংগঠন কোনটি?
উত্তরঃ ককবরক।
ত্রিপুরা বিদ্রোহের সময়কাল কত?
উত্তরঃ ১৮৪৪-১৮৯০
ত্রিপুরার দলের নাম কি?
উত্তরঃ দফা ( মোট ৩৬ টি দফা আছে )।
কির পুজা করে কারা?
উত্তরঃ ত্রিপুরারা।
ত্রিপুরার নারীদের পোশাকে কি বলা হয়?
উত্তরঃ নারীদের পোশাকের নীচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয়।
ত্রিপুরার নারীদের দুলের নাম কি?
উত্তরঃ নাতং।
বাংলা বছরের শেষ ২ দিন ও নববর্ষের ১ম দিনে ত্রিপুরারা কোন উৎসব পালন করে?
উত্তরঃ বৈসু।
আনন্দ উৎসবে কুচিবালা পরে কারা?
উত্তরঃ ত্রিপুরা।
বৈসু উৎসবের অন্যতম আকর্ষণ কি?
উত্তরঃ গরুয়া নিত্য ।
ত্রিপুরার শিশুদের বিশেষ খেলার নাম কি?
উত্তরঃ সুকুই থুন্মুং।