বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

 

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
শিক্ষার জন্য সংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে?
উত্তরঃ ১৭ নং ধারায়।

মাধ্যমিক শিক্ষার ধাপ কয়টি?
উত্তরঃ ৩ টি।

বাংলাদেশে শিক্ষার ধারা কয়টি ও কি কি?
উত্তরঃ শিক্ষার ধারা তিনটি। যথাঃ ১। আনুষ্ঠানিক শিক্ষা ২৷ উপআনুষ্ঠানিক শিক্ষা ও  ৩।অনানুষ্ঠানিক শিক্ষা

বাংলাদেশে শিক্ষার গ্রেড কয়টি?
উত্তরঃ ২০ টি।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর সুপারিশের আলোকে শিক্ষা স্তর  কয়টি?
উত্তরঃ৩ টি। স্তর গুলো হলোঃ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তর, দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তর এবং এর পরবর্তী স্তরটি উচ্চ শিক্ষা স্তর।

নিম্নমাধ্যমিক শিক্ষার বয়স সীমা কত?
উত্তরঃ ১১-১৩+ বছর।

মাধ্যমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তরঃ ১১-১৭+ বছর।

উচ্চ মাধ্যমিক বয়সসীমা কত?
উত্তরঃ ১৬-১৭+ বছর।

বাংলাদেশে সাক্ষরতার শতকরা হার কত?
উত্তরঃ ৭৪.৭% । [(২০২০)

বাংলাদেশে কোন বিভাগে শিক্ষার হার সর্বোচ্চ?
উত্তরঃ বরিশাল। (৫৬.৮%) [আদমশুমারি-২০১১]

যে বিভাগে শিক্ষার হার সর্বনিম্ন?
উত্তরঃ সিলেট।(৪৫.০%)  [আদমশুমারি-২০১১]

বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার সর্বাধিক?
উত্তরঃ ঢাকা জেলায়। (৭০.৫%) [আদমশুমারি-২০১১]

বাংলাদেশের সর্বনিম্ন শিক্ষার হার কোন জেলায়?
উত্তরঃ সুনামগঞ্জ। (৩৫.৫%) [আদমশুমারি-২০১১]

বর্তমানে গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে  কয়টি ধাপে?
উত্তরঃ ৭ ধাপে।

সাত ধাপের গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে?
উত্তরঃ ২০০৩ সালের ৪ জানুয়ারি।

এইচএসসি ও আলিম পরীক্ষার গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে? 
উত্তরঃ ২০০৩ সালে।

বাংলাদেশে সরকারি আলিম মাদরাসা  কয়টি?
উত্তরঃ ৩ টি। যথা: ঢাকা, সিলেট, বগুড়া।

জাতীয় অধ্যাপক নির্বাচন করেন কে?
উত্তরঃ শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটি।

বাংলাদেশের বর্তমান জাতীয় অধ্যাপক কে কে?
উত্তরঃ অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, এ কে আজাদ খান ও অধ্যাপক মাহমুদ হাসান।

বাংলাদেশের মোট নিরক্ষরমুক্ত জেলা কয়টি?
উত্তরঃ ৭ টি।

নিরক্ষরমুক্ত সাতটি জেলা কি কি?
উত্তরঃ লালমনিরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, মাগুরা, জয়পুরহাট, গাজীপুর ও সিরাজগঞ্জ।

বাংলাদেশের সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
উত্তরঃ সিরাজগঞ্জ।