ঢাকা বিশ্ববিদ্যালয়

 

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান
প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত কোন বিশ্ববিদ্যালয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ১৯২১ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি?
উত্তরঃ নাথান কমিশন।

নাথান কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯১২ সালে।

নাথান কমিশনের সদস্য ছিল কতজন?
উত্তরঃ ১৪ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত?
উত্তরঃ ৬০০ একর জমির উপর প্রতিষ্ঠিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আয়তন কত?
উত্তরঃ ২৫৮ একর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
উত্তরঃ ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তরঃ নবাব সলিমুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কে দান করেন?
উত্তরঃ নবাব সলিমুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে কতটি বিভাগ ছিল?
উত্তরঃ ১২টি (সংস্কৃতি ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলাম স্ট্যাডিজ, ফার্সি ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং আইন)।

প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতটি অনুষদ ছিল?
উত্তরঃ ৩টি (কলা, বিজ্ঞান ও আইন)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগের সংখ্যা কতটি?
উত্তরঃ ৮৩ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি অনুষদ রয়েছে?
উত্তরঃ ১৩ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি ইনস্টিটিউট রয়েছে?
উত্তরঃ ১২ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি রিসার্চ সেন্টার ও গবেষণা ব্যুরো রয়েছে?
উত্তরঃ ৫৬ টি।

প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সংখ্যা কত?
উত্তরঃ ৩ টি। যথাঃ সলিমুল্লাহ মুসলিম হল, শহীদুল্লাহ হল ও জগন্নাথ হল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে হল কতটি?
উত্তরঃ ২০ টি  হল ও ৩ টি ছাত্রাবাস।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের অধিভুক্ত কলেজ কয়টি?
উত্তরঃ ৭ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উত্তরঃ এ. জি. আর. বি. লিটন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ পি. জে. হার্টগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
উত্তরঃ স্যার আহমদ ফজলুর রহমান।

উপমহাদেশের প্রথম মুসলমান  উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ স্যার আহমদ ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ স্যার আহমদ ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি  উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ  স্যার আহমদ ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম  উপাচার্য  হওয়ার গৌরব অর্জন করেন কে?
উত্তরঃ ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

৫২'র ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী ।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেন?
উত্তরঃ আবু সাঈদ চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ মোজাফফর আহমেদ চৌধুরী।(স্বাধীন বাংলাদেশের)

এরশাদ সরকারের অন্যায় আদেশ না মেনে পদত্যাগ করেছিলেন কোন উপাচার্য?
উত্তরঃ  মোহাম্মদ শামসুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান  উপাচার্য  কে?
উত্তরঃ অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। ২৮ তম  উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন?
উত্তরঃ করুণাকণা গুপ্তা (ইতিহাস বিভাগ)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা প্রো-ভি.সি. কে ছিলেন?
উত্তরঃ জিন্নাতুন নেসা তাহমিদা বেগম (উদ্ভিদ বিজ্ঞান)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?
উত্তরঃ বেগম আজিজুন্নেসা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ছাত্র-ছাত্রী ও শিক্ষক কতজন ছিল?
উত্তরঃ ছাত্র-ছাত্রী ৮৭৭ জন, শিক্ষক ৬০ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন?
উত্তরঃ লীলা নাগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তরঃ আইন বিভাগের।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন করেন কত সালে?
উত্তরঃ ১৯২৬ সালের ফেব্রুয়ারি তে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ  ২২ ফেব্রুয়ারি, ১৯২৩ সালে।

স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৮ ডিসেম্বর, ১৯৯৯ সালে। (৪০তম সমাবর্তন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৯ ডিসেম্বর ২০১৯।

বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার কোনটি?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কোন শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯২২-২৩ শিক্ষাবর্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময় সংসদ কার্যক্রম চলত?
উত্তরঃ জগন্নাথ হলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্যপত্রের নাম কি?
উত্তরঃ বাসন্তিকা।

মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত?
উত্তরঃ নীলক্ষেত।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় কত তারিখ?
উত্তরঃ ১ জুলাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ১৫ অক্টোবর।

অক্টোবর স্মৃতি ভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ জগন্নাথ হলে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের নাম কি?
উত্তরঃ নবাব নওয়াব আলী চৌধুরী ভবন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে রবীন্দ্রনাথ চেয়ার স্থাপন করা হয়?
উত্তরঃ বাংলা বিভাগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বোস চেয়ার স্থাপন করা হয়?
উত্তরঃ বাংলা বিভাগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়?
উত্তরঃ ইতিহাস বিভাগে ১৯৯৯ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে আবদুর রাজ্জাক চেয়ার স্থাপন করা হয়?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বেগম রোকেয়া চেয়ার স্থাপন করা হয়?
উত্তরঃ উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে।