অংশীদারি ব্যবসায়ের হিসাব - Account of Partnership Business

 

অংশীদারি ব্যবসায়ের হিসাব - হিসাববিজ্ঞান
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি?
উওর: চুক্তি।

বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের সালের?
উওর: ১৯৩২ সালের।

অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উওর: ২০ জন।

অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
উওর: ২ জন।

আইন অনুযায়ী অংশীদারি কারবারের নিবন্ধন কেমন?
উওর: বাধ্যতামূলক নয়।

চুক্তির অবর্তমানে মূলধনের ওপর কত হারে সুদ ধার্য করা হয়?
উওর: ০%।

ভবিষ্যতে সৃষ্ট অংশীদারদের মধ্যে ঝগড়া-বিবাদ বা বিরোধ সহজে রোধ  করা যায় কিসের সাহায্যে? 
উওর: লিখিত চুক্তিপত্রের সাহায্যে।

চুক্তির উল্লেখ না থাকলে দুজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টনের হার কেমন হবে?
উওর: ১:১।

কোন চুক্তির কোনো ভিত্তি নেই?
উওর: অলিখিত চুক্তি।

উত্তোলণের তারিখ না থাকলে অথবা মোট উত্তোলনের পরিমাণ দেওয়া থাকলে কয় মাসের সুদ করা হবে?
উওর: ৬ মাসের।

অংশীদারদের মূলধন হিসাব রাখা যায় কতভাবে?
উওর: ২ ভাবে।

অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠান কি প্রকাশ করে?
উওর: দায়।

মাসের শুরুতে উত্তোলন করলে উওোলনের উপর কত মাসের সুদ ধরতে হয়?
উওর: ৬.৫।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বুঝায়?
উওর: চুক্তিপত্রের নিবন্ধন।

অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে মূলধনের সুদ ও উত্তোলনের সুদ লিপিবদ্ধ করা হয় কি হিসাবে?
উওর: চলতি হিসাবে।

কোন মূলধন এর উপর সুদ ধার্য করা হয়?
উওর: প্রারম্ভিক মূলধন।

প্রতি তিন মাস অন্তর সমপরিমাণ উত্তোলন করা হলে অংশীদারী ফার্মের উত্তোলনের উপর সুদ নির্ণয়ের সূত্র কি?
উওর: উত্তোলনের পরিমাণ×সুদের হার×৩/২।

অংশীদারী কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কি?
উওর: অসীম দায়।

কোন ব্যবসায় আইনগত পৃথক ও স্বাধীন সত্ত্বা থাকে না?
উওর: অংশীদারি ব্যবসায়।

লিখিত চুক্তির অবর্তমানে কোন অংশীদার কি দাবি করতে পারে?
উওর: ঋণের সুদ।

কোন ব্যবসায়ে আইনগত পৃথক ও স্বাধীনতা নেই? 
উওর: অংশীদারি।

চুক্তির অবর্তমানে অংশীদারী কারবারের মুনাফা বন্টন করা হয় কিভাবে? 
উওর: সমানুপাতিক হারে।

অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ? 
উওর: এক মালিকানা।

মূলধনের সুদ চার্জ করা কিসের উপর নির্ভরশীল?
উওর: চুক্তির।

অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে?
উওর: সম্পদ।