মজুদ পণ্যের হিসাবরক্ষণ - Accounting of Stock Products
August 25, 2021
মজুদ পণ্যের মূল্য নির্ধারণের কয়টি পদ্ধতি রয়েছে?
উওর: দুইটি।
যেসকল মাল তাড়াতাড়ি বিনষ্ট হয় মজুদ পণ্যের হিসাবরক্ষণে সেসব ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক উপযোগী?
উওর: আগে আসলে আগে যাবে পদ্ধতি।
আচরণভিত্তিক ব্যয় কি?
উওর: পরিবর্তনশীল ব্যয়।
ব্যবসায় প্রতিষ্ঠানের যেকোনো দিন বা সময়ে মজুদ পণ্যের পরিমাণ জানা যায় কোন মজুদ পদ্ধতিতে?
উওর: নিত্য মজুত পদ্ধতিতে।
নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়?
উওর: যেকোনো সময়।
FIFO এর পূর্ণরূপ কি?
উওর: First in First out.
LIFO এর পূর্ণরূপ কি?
উওর: Last in Fast out.
GAAP এর পূর্ণরূপ কি?
উওর: Generally Accepted Accounting Principles.
মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদের মূল্যায়ন করা যুক্তিযুক্ত?
উওর: FIFO।
বিন কার্ড হতে কি জানা যায়?
উওর: মজুদ পণ্যের পরিমাপ।
মজুদ মূল্যায়নের সহজ পদ্ধতি কি?
উওর: আগে আসে আগে ছাড় পদ্ধতি।
FOB shipping point বলতে কি বুঝায়?
উওর: আন্তঃবহন ব্যয় ক্রেতা বহন করবে।
বিন কার্ড এ কি কি লেখা থাকে?
উওর: মালের আগমন ও মালের নির্গমন।
প্রচুর মুনাফা সত্বেও নগদ ঘাটতির কারণ কি?
উওর: ধারে বিক্রয় বেশি, মজুদ পণ্যের পরিমাণ বেশি, বকেয়া আয় বেশি।
FOB এরপূর্ণরূপ কি?
উওর: Free on Board।
মজুদ পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা কি প্রভাবিত হয়?
উওর: প্রদেয় কর ও লভ্যাংশ বিতরণ।
বিন কার্ড কোথায়া থাকে?
উওর: গুদামে মাল রাখার স্থানে।
হিসাবকাল শেষে মজুদ পন্যের মূল্যায়ন ও হিসাবভুক্ত করা হলে তাকে কি পদ্ধতি বলে?
উওর: কালান্তিক মজুদ পদ্ধতি।
মুদ্রাস্ফীতির কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে?
উওর: শেষে আসলে আগে যায় পদ্ধতি।
IFRS অনুযায়ী কোন ব্যয় প্রবাহ পদ্ধতিটি ব্যবহার করা যায় না?
উওর: শেষে আসলে আগে যায় পদ্ধতি।
আগে আসে আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?
উওর: পণ্যের মূল্য ঊর্ধ্বগামী হলে।
কাঁচামালের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকলে কোন পদ্ধতিতে ইস্যু করা যুক্তিযুক্ত?
উওর: আগের মূল্যের মাল আগে যাবে।
FOB destination বলতে কি বুঝায়?
উওর: পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে।
ক্রয় অধিযাচন পত্র কোথায় পেশ করা হয়?
উওর: ক্রয় বিভাগে।
বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয় কোন পদ্ধতিতে?
উওর: অবিরত মজুত পদ্ধতিতে।
কোনো কোম্পানির পণ্যের দাম অবিরত বৃদ্ধি পেতে থাকলে সমাপনী মজুত মালের মূল্য বেশি হবে কোন পদ্ধতিতে?
উওর: FIFO।
পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?
উওর: FIFO।
পচনশীল পণ্যের মাল খতিয়ানে প্রতিষ্ঠানে কোন পদ্ধতি অধিক কার্যকরী?
উওর: FIFO।
ঊর্ধ্বগামী দরের মজুদের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী?
উওর: LIFO।