যৌথ মূলধনী কোম্পানির মূলধন - Captital of joint Venture Company

 

যৌথ মূলধনী কোম্পানির মূলধন - হিসাববিজ্ঞান
যৌথ মূলধনী কোম্পানি কারা গঠন করেন?
উওর: উদ্যোক্তা।

কোম্পানি আইন অনুযায়ী লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
উওর: ২ ও ৭।

১৯৯৪  সালের কোম্পানি আইনের কোন ধারায় পরিচালকগণ নূন্যতম মূলধন সংগ্রহের কারণ উল্লেখ করেছেন?
উওর: ১৪৮ (২)।
 
ট্রেজারি স্টক কাকে বলে?
উওর: কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে তখন তাকে ট্রেজারি স্টক বলে।

কোম্পানির স্মারকলিপিতে কি কি উল্লেখ থাকে? 
উওর: মূলধনের পরিমাণ ও শেয়ারের সংখ্যা।

"পরিশোধিত মূলধন" কে কোন মূলধন বলা হয়?
উওর: আদায়কৃত মূলধন।

শেয়ার অবহার কোন জাতীয় লেনদেন?
উওর: মূলধন জাতীয় ব্যয়।

কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদের কি বলা হয়?
উওর: অবলেখক।

শেয়ার কি?
উওর: শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের অংশ এবং মালিকানার প্রতীক।

শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত?
উওর: ১০%।

যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কি?
উওর: স্মারকলিপি।

কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? 
উওর: প্রাথমিক শেয়ার।
            
বাট্টার শেয়ার ইস্যুকরণ কি 
উওর: অভিহিত মূল্যের থেকে কম মূল্যে শেয়ার ইস্যু করা।

বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে?
উওর: মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় এবং নগদ উদ্বৃত্ত অপরিবর্তিত থাকে।

রাইট বা অধিকার ইস্যু কাদের মধ্যে বণ্টন করা হয়? 
উওর: পুরাতন শেয়ারহোল্ডারদের মধ্যে।

যৌথ মূলধনী কারবারের আদায়কৃত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম কি?
উওর: শেয়ার।

কোম্পানির শেয়ার অধিহার কোন জাতীয় আয়?
উওর: মূলধন জাতীয় আয়।

কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?
উওর: ১০%।

কোম্পানি ব্যবসায়ী বিলোপ সাধনের সময় সর্বশেষ কার দেনা পরিশোধ করা হয়?
উওর: সাধারণ শেয়ার হোল্ডারদের।

কোম্পানির অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণ পত্র প্রচার করা হয় তাকে কি বলে? উওর: ইস্যুকৃত মূলধন।

পরিমেলবন্ধ কে কোম্পানির কি বলা হয়?
উওর: কোম্পানির সনদ।

BSEC এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Security  and Exchange Commission।

কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে?
উওর: IPO।

শেয়ার অবহার কি ধরনের সম্পত্তি?
উওর: অলীক।

কোম্পানির সংবিধান বলা হয় কাকে?
উওর: সংঘ-স্মারককে।

লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
উওর: বোনাস শেয়ার।

সরকারি কোম্পানিতে মালিকানার কমপক্ষে কত ভাগ সরকারের কাছে থাকে?
উওর: ৫১ ভাগ।

অনুমোদিত মূলধন হতে যে পরিমাণ মূলধন সংগ্রহের জন্য জনগণের নিকট শেয়ার বিক্রয়ের আহ্বান জানিয়ে প্রচারপত্র প্রকাশ করা হয় সেই মূলধনকে কি বলা হয়?
উওর: ইস্যুকৃত মূলধন।

একটি কোম্পানির আয়কর প্রদেয় হয় কিসের উপর?
উওর: নীট মুনাফার উপর।

অবহারে শেয়ার ইস্যুর ফলে কি কি পরিবর্তন হবে? 
উওর: চলতি সম্পদ হ্রাস পাবে এবং অসমন্বিত ব্যয় বৃদ্ধি পাবে।