নগদ প্রবাহ বিবরণী - Cash Flow Statement

 

নগদ প্রবাহ বিবরণী - হিসাববিজ্ঞান ২য় পত্র
নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?
উওর: নগদ অর্থের আগমন ও নির্গমন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

বিনিয়োগ কার্যাবলীতে নগদ অর্থের আগমন ঘটায় কি?
উওর: স্থায়ী সম্পত্তি নগদে বিক্রয়।

নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় কিভাবে?
উওর: নগদ আগমন সংক্রান্ত তথ্য ও নগদ নির্গমন সংক্রান্ত তথ্য দিয়ে।

অর্থসংস্থান কার্যক্রমের নগদ আন্তঃপ্রবাহ কি?
উওর: শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ প্রাপ্তি ও বন্ড ইস্যুর মাধ্যমে নগদ প্রাপ্তি।

IAS-7 অনুসারে  নগদ প্রবাহ বিবরণীর নগদ প্রাপ্তি ও প্রদানকে কয়টি কার্যাবলীর অধীনে ভাগ করা হয়েছে?
উওর: তিনটি।

অন্য কোম্পানির শেয়ার ক্রয় কোন নগদ প্রবাহ?
উওর: বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ?

পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণীতে কি অন্তর্ভুক্ত হয় না?
উওর: শেয়ার ইস্যু।

নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখানো যায় কোন কার্যক্রমে? 
উওর: পরিচালন কার্যক্রমে।

নগদ প্রবাহ বিবরণী তে কয়টি কার্যাবলী থেকে অর্থের আগমন ও নির্গমন ঘটে?
উওর: তিনটি।

লভ্যাংশ বাবদ শেয়ার ইস্যু কোন কার্যক্রম?
উওর: গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম।

নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত?
উওর: অর্থায়ন।
       
শেয়ারের বিনিময় ভূমি ক্রয় না করে নগদ টাকায় ক্রয় করলে এর প্রভাব কিরূপ?
উওর: বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ হ্রাস পাবে এবং ব্যবসায় মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে।

শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় কোন ধরনের কার্যাবলীর মধ্যে পড়ে? 
উওর: অনগদী কার্যাবলী।

আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
উওর: IAS-7। 

অবচয় কোন ধরনের লেনদেন?
উওর: ব্যবসায়ে অনগদ লেনদেন।

অনগদ ব্যয় কি?
উওর: সম্পত্তির অবচয় খরচ ও সুনামের অবলোপন খরচ।

১৯৯৪ সালের কম্পানি  আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠান নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত ও উপস্থাপন বাধ্যতামূলক? 
উওর: পাবলিক লিমিটেড কোম্পানি।

প্রতিষ্ঠানের মূলধন কাঠামোর পরিবর্তন আনয়নকারী লেনদেনসমূহ নগদ প্রবাহের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উওর: অর্থায়ন কার্যক্রম।

অনগদী তাৎপর্যপূর্ণ দফা কি কি?
উওর: সম্পর্ক ক্রয়ের ঋণপত্র ইস্যুকরণ ও বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর।

IAS-7 অনুযায়ী  ব্যবসায়ের প্রধান রাজস্ব উৎপাদনকারী কার্যাবলীকে কি বলা হয়?
উওর: পরিচালন কার্যাবলী।

পরিচালন কার্যক্রম হাতে নগদ প্রবাহ নির্ণয়ের পদ্ধতি কি?
উওর: চলতি সম্পদের হ্রাস যোগ করা হয়।

পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয় কয়টি ধাপ অনুসরণ করে?
উওর: তিনটি।