ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ - Cost & Classification of Cost
August 25, 2021
পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?
উওর: যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে পরিবর্তিত হয়, কিন্তু একক প্রতি স্থায়ী থাকে তাদেরকে পরিবর্তনশীল ব্যয় বলে।
উৎপাদন ব্যয় কাকে বলে?
উওর: কারখানার মৌলিক কার্যক্রমের সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল খরচের সমষ্টিই হলো উৎপাদন ব্যয়।
প্রশাসনিক খরচ কাকে বলে?
উওর: উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে সংঘটিত খরচকে প্রশাসনিক খরচ বলে।
স্থির ব্যয় কাকে বলে?
উওর: যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে তাদেরকে স্থির ব্যয় বলে।
আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
উওর: তিন প্রকার।
টেলিফোন বিল কি ধরনের ব্যয়?
উওর: আধা পরিবর্তনশীল ব্যয়।
কালান্তিক ব্যয় কি?
উওর: স্থির ব্যয়।
সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচনায় আনা হয় না?
উওর: নিমজ্জিত ব্যয়।
একক প্রতি ব্যয় স্থির থাকে কিন্তু মোট ব্যয় পরিবর্তনশীল এই বৈশিষ্ট্যের ব্যয়কে কি বলা হয়?
উওর: পরিবর্তনশীল ব্যয়।
সময়ের সাথে সম্পর্কিত ব্যায়কে কি বলে?
উওর: কালীন ব্যয়।
উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায়?
উওর: পরিবর্তনশীল ব্যয়।
যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের সরাসরি ভূমিকা রাখে তাকে কি বলে?
উওর: প্রাসঙ্গিক ব্যয়।
আধা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?
উওর: যে ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে কিন্তু তার চেয়ে বেশি উৎপাদন করা হলে আনুপাতিক হারে বৃদ্ধি পায় তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে।
বিক্রয় কমিশন কোন ধরনের ব্যয়?
উওর: কালীন ব্যয়।
প্রত্যক্ষ ব্যয় কাকে বলে?
উওর: যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ ব্যয় বলে।
কোন ব্যয় মোট পরিমাণ স্থির থাকে কিন্তু একক পরিমাণে বাড়ে কমে?
উওর: স্থায়ী ব্যয়।
বিক্রিত পণ্যের ব্যয় কোন শ্রেণীর ব্যয়?
উওর: প্রত্যক্ষ ব্যয়।
বিক্রয় কমিশন কোন ধরনের ব্যয়?
উওর: কালীন ব্যয়।
অনগদ ব্যয় কাকে বলে?
উওর: যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে না তাকে অনগদ ব্যয় বলে।
স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় কোন ব্যয়ের উপাদান?
উওর: মিশ্র ব্যয়ের।
পরোক্ষ মজুরি কি?
উওর: পণ্য ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়।
কোন ব্যয়গুলো যে হিসাবকালে সংঘটিত হয়, সে হিসাবকালে খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয়?
উওর: কালীন ব্যয়।
সুযোগ ব্যয় কাকে বলে?
উওর: কোন একটি ব্যবসায়িক সুযোগ গ্রহণ করার ফলে অন্যান্য সুযোগ গ্রহণ করতে না পারার কারণে যে সম্ভাব্য সুবিধা ছাড় দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
কর্মচারীর ভাড়া কোন ধরনের ব্যয়?
উওর: স্থায়ী ব্যয়।
উৎপাদনের পরিমাণ শূন্য হলেও কোন ব্যয় শূন্য হয় না?
উওর: স্থায়ী ব্যয়।
Cost এর যে অংশ আয় সৃষ্টিতে ভূমিকা রাখে ওই অংশকে কি বলা হয়?
উওর: সংঘটিত ব্যয়।
একটি প্রাসঙ্গিক সীমার মধ্যে উৎপাদন হ্রাস পেলে কোন ব্যয় বৃদ্ধি পায়?
উওর: একক প্রতি স্থির ব্যয়।
যে ব্যয় অতীতে সম্পাদিত হয়েছে এবং বর্তমানের উদ্ধারযোগ্য নয় তাকে কি বলে?
উওর: নিমজ্জিত ব্যয়।
পরিবর্তনশীল ব্যয় প্রতি একক উৎপাদনে কি থাকে?
উওর: স্থির থাকে।