আর্থিক বিবরণী বিশ্লেষণ - Financial Statement Analysis
August 25, 2021
অনুপাত বিশ্লেষণ কাকে বলে?
উওর: পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত প্রকাশকে অনুপাত বিশ্লেষণ বলে।
চলতি অনুপাত কাকে বলে?
উওর: স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে চলতি অনুপাত বলে।
বিনিয়োজিত তহবিল কাকে বলে?
উওর: দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টিকে বিনিয়োজিত তহবিল বলে।
কোন তথ্যের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণ করা হয়?
উওর: আর্থিক বিবরণী।
দেনাদার আবর্তন অনুপাত কত?
উওর: ৫ বার।
মোট লাভের হার কত?
উওর: ৪০%।
বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ?
উওর: কাল্পনিক।
অনুপাত কাকে বলে?
উওর: সংখ্যা তুলনামূলক সম্পর্ককে অনুপাত বলে।
মূলধন গিয়ারিং অনুপাত কি?
উওর: সচ্ছলতার অনুপাত।
চলতি দায় মেটানোর ক্ষমতা কোন অনুপাত এর দ্বারা নির্ণয় করা হয়?
উওর: চলতি অনুপাত।
মোট লাভ অনুপাত দ্বারা কি যাচাই করা হয়?
উওর: মুনাফা অর্জন ক্ষমতা।
চলতি অনুপাত এর আদর্শ মান ২ঃ১ বলতে কি বুঝায়?
উওর: প্রতি ১ টাকার দায়ের বিপরীতে ২ টাকার সম্পদ।
বিনিয়োজিত মূলধন কাকে বলে?
উওর: মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদি দায়ের সমষ্টিকে বিনিয়োজিত মূলধন বলে।
প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত তিনবার হলে ব্যবসায়ের উপর কি প্রভাব পড়বে?
উওর: গড় সংগ্রহ সময় কমে যাবে।
কি দ্বারা স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে ক্ষমতা যাচাই করা যায়?
উওর: তারল্য অনুপাত।
কার্যকরী মূলধন বলতে কী বোঝায়?
উওর: চলতি সম্পত্তি বাদ চলতি দায়।
নীট লাভের হার কত?
উওর: ১৫%।
কার্যকরী মূলধন নির্ণয় কি কি প্রয়োজন?
উওর: চলতি দায় ও চলতি সম্পদ।
চলতি অনুপাত এর আদর্শ মান কত?
উওর: ২ঃ১।
তরল অনুপাতের আদর্শ মান কত?
উওর: ১ঃ১।
মজুদ আবর্তনের মাধ্যমে কি কি মূল্যায়ন করা হয়?
উওর: প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা ও প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা।
অনুপাতকে প্রকাশ করার তিনটি উপায় কি?
উওর: শতকরায়, ভগ্নাংশে ও পূর্ণ সংখ্যায়।
ঋণদাতাগণ কোন অনুপাতটি বিশ্লেষণের জন্য গুরুত্ব দিয়ে থাকে?
উওর: সচ্ছলতার অনুপাত।
বকেয়া মজুরি কোন অনুপাত নির্ণয় ব্যবহৃত হয়?
উওর: চলতি অনুপাত নির্ণয়ে।
দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত?
উওর: সচ্ছলতার অনুপাত।
কারবার ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কি বলে?
উওর: বিনীত মূলধন।
প্রতিষ্ঠানের তাৎক্ষণিক স্বল্পমেয়াদী তরলতা যাচাই করে কোন অনুপাত?
উওর: এসিড টেস্ট অনুপাত।
নিট লাভ অনুপাতের আদর্শ অনুপাত কত?
উওর: ৫% - ১০%।