ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান - Management Accounting
August 25, 2021
ভবিষ্যৎ সম্পর্কে অনুমানকে কি বলা হয়?
উওর: বাজেট।
কোন বাজেট প্রস্তুতের জন্য বিভিন্ন ভিত্তিতে ছক প্রস্তুত করা যায়?
উওর: বিক্রয় বাজেট।
বাজেট কি?
উওর: ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্বক প্রকাশ।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান এর উদ্দেশ্য কি?
উওর: সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ।
একটি সমচ্ছেদ চিত্রে কোন বিন্দুতে একটি ব্যবসায়ের সম আয়-ব্যয় হয়?
উওর: যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে।
উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমান মাল সর্বদাই মজুদ রাখা হয় তাকে কি বলা হয়?
উওর: নিরাপত্তা মজুদ।
সমচ্ছেদ বিক্রয়ের পরবর্তী এক একক পণ্য বিক্রয়ের মুনাফা সমান হবে?
উওর: কন্ট্রিবিউশন মার্জিনের।
সুযোগ ব্যয় কাকে বলে?
উওর: বিনিয়োগের জন্য সম্পদ সীমাবদ্ধ থাকায় বিকল্প বিনিয়োগের সুযোগ গুলোর মধ্যে সর্বোত্তম বিনিয়োগ নির্বাচনকে সুযোগ ব্যয় বলে।
বাজেট প্রস্তুত করন ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
উওর: পরিকল্পনা।
অনুদান প্রান্ত কি?
উওর: বিক্রয় হতে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর প্রাপ্ত অর্থ ,স্থায়ী খরচ ও মুনাফার সমষ্টিকে অনুদান প্রান্ত বলে।
সমচ্ছেদ বিন্দুতে ব্যয়-পরিমাণ- মুনাফার সম্পর্কের সমীকরণ কি?
উওর: বিক্রয়+পরিবর্তনশীল ব্যয়+স্থায়ী ব্যয় +মুনাফা।
বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
উওর: পরিকল্পনা।
অনুদান প্রান্তের মান শূন্য হলে বিক্রয়ের মাধ্যমে কোন খরচ উদ্ধার হবে?
উওর: পরিবর্তনশীল খরচ।
উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রথম বাজেট কি?
উওর: বিক্রয় বাজেট।
আর্থিক হিসাববিজ্ঞান কিসের গুরুত্বপূর্ণ হাতিয়ার?
উওর: ব্যবস্থাপনার।
কোন বিন্দুতে প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি হয়না?
উওর: সমচ্ছেদ বিন্দুতে।
ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত বাড়ানো যাবে কোন কোন উপায়ে?
উওর: পণ্যের বিক্রয় মূল্য বৃদ্ধি করে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে, মোট ব্যয় হ্রাস করে।
মজুদ পণ্যের অন্তর্ভুক্ত লাভকে কি বলে?
উওর: Unrealised Profit।
লভ্যাংশ দেওয়া হয় কিসের ওপর?
উওর: পরিশোধিত মূলধনের ওপর।
কোম্পানির আয়কর প্রদান করা হয় কিভাবে?
উওর: করপূর্ব মুনাফাকে করের হার দিয়ে গুণ কর।