অব্যবসায়ী প্রতিষ্ঠান - Non-profit Organizations
August 25, 2021
অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে?
উওর: সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় কখন?
উওর: একটি নির্দিষ্ট তারিখে।
মূলধন তহবিল থেকে কি বিয়োগ করা হয়?
উওর: আয়াতিরিক্ত ব্যয়।
আয় ব্যয় হিসাবের ক্রেডিট জের ব্যবসায় প্রতিষ্ঠানের কি হিসেবে গণ্য হয়?
উওর: নিট লাভ।
প্রাপ্তি প্রদান হিসেবে কি অন্তর্ভুক্ত হয়?
উওর: সকল নগদ প্রাপ্তি ও নগদ প্রদান।
বকেয়া খরচ হিসাব কালের কোন জাতীয় হিসাব?
উওর: খরচ ও দায়।
প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কি বলা হয়?
উওর: সম্পদ।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল বলতে কি বুঝায়?
উওর: একটি নির্দিষ্ট সময়ের সম্পদ ও দায়ের পার্থক্য।
প্রাঙ্গণ রক্ষকের মজুরি কোন জাতীয় খরচ?
উওর: মুনাফাজাতীয়।
পুরাতন সম্পদ বিক্রয় কি ধরনের আয়?
উওর: মুনাফা জাতীয় প্রাপ্তি।
প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়?
উওর: হাতে নগদ ও ব্যাংকে জমার উদ্বৃত্ত।
ব্যয়াতিরিক্ত আয় কাকে বলে?
উওর: মোট মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় বেশি হলে তাকে ব্যয়াতিরিক্ত আয় বলে।
অব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ের এর উৎস কি?
উওর: চাঁদা ও অনুদান।
আসবাবপত্র ক্রয় কোন জাতীয় ব্যয়?
উওর: মূলধন জাতীয় ব্যয়।
আজীবন সদস্য চাঁদা কি?
উওর: মূলধন জাতীয় আয়।
অব্যবসায়ী প্রতিষ্ঠান নগদ অবস্থান জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
উওর: প্রাপ্তি-প্রদান হিসাবের মাধ্যমে।
পরবর্তী বছরের চাঁদা চলতি বছর পাওয়া গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কি হিসেবে
বিবেচিত হয়?
উওর: দায়।
বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরেও অনাদায়ী আছে এর সঠিক প্রয়োগ কি?
উওর: মূলধন তহবিল সম্পদ ও উদ্বৃত্তপত্রে সম্পদ।
অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের আয়ের প্রধান উৎস কি?
উওর: চাঁদা।
অনগদ লেনদেন কোথায় লিপিবদ্ধ হয় না?
উওর: প্রাপ্তি-প্রদান হিসেবে।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন হিসাব এর পরিবর্তে কি লেখা হয়?
উওর: মূলধন তহবিল।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্দিষ্ট খরচের বিপক্ষে যে তহবিল তৈরি করা হয় তার নাম কি?
উওর: বিশেষ তহবিল।
অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পত্তি ও দায়ের সমষ্টির পার্থক্যকে কি বলে?
উওর: মূলধন তহবিল।
বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা কি?
উওর: প্রারম্ভিক দায়।