যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী - The Financial Statement of The Joint Venture Company
August 25, 2021
আয় বিবরণী কত প্রকার?
উওর: ২ প্রকার।
প্রাথমিক খরচ কারবারের কোন ধরনের সম্পদ?
উওর: অবাস্তব।
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কাকে বলে?
উওর: বছরের মাঝামাঝি লভ্যাংশকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে।
কোন সম্পদের উপর অবলোপন ধার্য করতে হয়?
উওর: সুনাম।
বাংলাদেশে বর্তমানে ভ্যাটের হার কত?
উওর: ১৫%।
নির্দাবী লভ্যাংশ কি?
উওর: দায়।
কোন লভ্যাংশ শেয়ার হোল্ডারদের কাছ থেকে কোম্পানির দায় বলে বিবেচিত হয়ে থাকে?
উওর: অদাবিকৃত লভ্যাংশ।
অবলেখকের দস্তুরি কোথায় যায়?
উওর: আর্থিক অবস্থার বিবরণীতে।
আর্থিক বিবরণীর তথ্যাবলীর বাহ্যিক ব্যবহারকারী কে কে?
উওর: পাওনাদারবৃন্দ, বিনিয়োগকারী, কর কর্তৃপক্ষ।
কোন পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্যের ওপর প্রতিবছর নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়?
উওর: সরলরৈখিক পদ্ধতিতে।
আর্থিক বিবরণী সাধারনত বছরে কতবার তৈরি করা হয়?
উওর: ১ বার।
আয় বিবরণী তৈরি করার সময় মুনাফাবিহীন বিক্রয় কোথায় থেকে বাদ যায়?
উওর: বিক্রয় থেকে বাদ যায় ও মুনাফা থেকে বাদ যায়।
বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কী পাব?
উওর: মোট মুনাফা।
সমাপনী মজুদ পণ্য বৃদ্ধির ফলে কি পরিবর্তন হয়?
উওর: মোট মুনাফা বৃদ্ধি পায় ও বিক্রিত পণ্যের মূল্য হ্রাস পায়।
কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী শেয়ার অধিহারের অর্থ ব্যবহার করা যায় কোন কোন কাজে?
উওর: অলীক সম্পত্তির অবলোপনের কাজে ও বোনাস শেয়ার বিলিকরনের কাজে।
হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানির আর্থিক বিবরণী কি প্রভাব পড়ে?
উওর: সংরক্ষিত আয় কমে।
শেয়ার বাট্টা কি?
উওর: অলীক সম্পত্তি।
শেয়ারের উপর প্রাপ্ত আয়কে কি বলা হয়?
উওর: লভ্যাংশ।
অনুপার্জিত আয় কি?
উওর: দায়।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখানো হয় কোথায়?
উওর: আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বিত ব্যয়ের মধ্যে।
আয়কর সঞ্চিতি ও প্রদেয় কি?
উওর: চলতি দায়।
ক্রয়ের পরিমান নির্ণয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি বিয়োগ করতে হয়?
উওর: প্রারম্ভিক মজুদ পণ্য।
যে সকল খরচ ব্যবসা এর কারণে সংঘটিত হয় না তাকে কোন ব্যয় বলা হয়?
উওর: অপরিচালন ব্যয়।
ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
উওর: বহিঃদায়।
যে সকল খরচ ব্যবসায়িক কারণে সংগঠিত হয় না তাকে কোন ব্যয় বলা হয়?
উওর: অপরিচালন ব্যয়।
ট্রেডমার্ক ব্যবসায়ের কি?
উওর: স্থায়ী সম্পত্তি ও অস্পর্শনীয় সম্পত্তি।
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সূত্র কি?
উওর: বিক্রয় - মোট আয় + ক্রয় + প্রারম্ভিক মজুদ - সমাপ্তি মজুদ।
হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
উওর: হিসাবকাল ধারণা।
কোন বিবরণীতে সম্পদ,দায় ও মালিকানা স্বত্ব হিসাবভুক্ত করা হয়?
উওর: আর্থিক অবস্থার বিবরণীতে।
স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়ে?
উওর: ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস।
কত সালে বাংলাদেশে ভ্যাট প্রবর্তিত হয়?
উওর: ১৯৯১ সালে।
অগ্রিম তলবের টাকা কি?
উওর: চলতি দায়।
শেয়ার অধিহার কি?
উওর: মূলধন জাতীয় আয়।
নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়?
উওর: আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে।
শেয়ার ও ঋণপত্র দেখানো হয় কোথায়?
উওর: আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে।
অবলেখক কাকে বলে?
উওর: যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে অবলেখক বলে।