ব্যবস্থাপনার ধারণা - Concept of Management
ব্যবস্থাপনা কাকে বলে?
উওরঃ উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান নির্দেশনা , প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে ব্যবস্থাপনা বলে।
প্রক্রিয়া কাকে বলে?
উওরঃ লক্ষ্য অর্জনের জন্য গৃহীত ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কার্য সমষ্টিকেই প্রক্রিয়া বলে।
ব্যবস্থাপনা চক্র কাকে বলে?
উওরঃ ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীন কার্য সমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকেই ব্যবস্থাপনা চক্র বলে।
ব্যবস্থাপনার উপকরণ কাকে বলে?
উওরঃ ব্যবস্থাপনার কার্য সম্পাদনের প্রয়োজনের লাগে এমন বস্তু বা সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলে।
পরিকল্পনা কাকে বলে?
উওরঃ ভবিষ্যতে কি করা হবে তা আগামী ঠিক করাকেই পরিকল্পনা বলে।
সংগঠন কাকে বলে?
উওরঃ পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে।
কর্মীসংস্থান কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কার্যকেই কর্মীসংস্থান বলে।
নির্দেশনা কাকে বলে?
উওরঃ অধঃস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।
প্রেষণা কাকে বলে?
উওরঃ অধঃস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে।
সমন্বয়সাধন কাকে বলে?
উওরঃ বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় সাধন বলে।
নিয়ন্ত্রণ কাকে বলে?
উওরঃ পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে।
উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে।
ব্যবস্থাপনার সার্বজনীনতা কাকে বলে?
উওরঃ সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সার্বজনীনতা বলে।
শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে?
উওরঃ রবার্ট ওয়েন।
অন্যদের দ্বারা কাজ করিয়ে নেয়াকে কি বলে?
উওরঃ ব্যবস্থাপনা।
"Management" শব্দটি কোন দেশে শব্দ থেকে এসেছে?
উওরঃ ইতালি।
ব্যবস্থাপনায় সর্বজনীন কে বলেছেন?
উওরঃ সক্রেটিস।
ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা বিবেচিত হয় কোন সভ্যতা?
উওরঃ মিশরীয় সভ্যতা।
ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতের সমাদৃত হয়েছে?
উওরঃ ইমাম গাজ্জালী।
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উওরঃ জেমস ওয়াট।
Z তত্ত্বের প্রবর্তক কে?
উওরঃ উইলিয়াম ওচি।
ব্যবস্থাপনার প্রথম কাজ কি?
উওরঃ পরিকল্পনা।
Code of Hammurabi রচিত হয়েছিল কোন সভ্যতা কালে?
উওরঃ ব্যবিলনীয় সভ্যতা।
ব্যবস্থাপনার শেষ কাজ কি?
উওরঃ নিয়ন্ত্রণ।
ব্যবস্থাপনার স্তর কয়টি?
উওরঃ তিনটি।
বিশেষায়িত জ্ঞান সম্বলিত কাজ বা বৃত্তিকে কি বলে?
উওরঃ পেশা।
POSDCORB এর আবিষ্কারক কে?
উওরঃ এল.গুলিক।
ব্যবস্থাপনায় 6M বলতে কি বুঝায়?
উওরঃ মৌলিক উপাদানসমূহ।