বিপণন কার্যাবলি - Functions of Marketing
বিপণন কার্যাবলি কাকে বলে?
উওর: বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন,গুদামজাতকরন, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ,মালিকানা হস্তান্তর, বিক্রয়োত্তর, সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলি বলে।
ক্রয় কাকে বলে?
উওর: যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে।
বিক্রয় কাকে বলে?
উওর: ভোক্তার প্রয়োজন, নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ-আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলে।
পরিবহন কাকে বলে?
উওর: বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদনের নিকট হতে ক্রেতার নিকট পৌঁছিয়ে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে তাকে পরিবহন বলে।
গুদামজাতকরণ কাকে বলে?
উওর: পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্যসামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরন বলে।
মোড়ককরণ কাকে বলে?
উওর: পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তার লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে।
ঝুঁকি কাকে বলে?
উওর: ভবিষ্যতে অনিশ্চিত কোন ঘটনার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলে।
বিপণন ঝুঁকি কাকে বলে?
উওর: ভবিষ্যৎ অনিশ্চিত কোন ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে তা বিপণন ঝুঁকি হিসেবে গণ্য হয়।
বাজার অবস্থা পরিবর্তনজনিত ঝুঁকি কাকে বলে?
উওর: বাজার অবস্থা পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বাজার অবস্থা পরিবর্তনজনিত ঝুঁকি বলে।
পরিবেশগত ঝুঁকি কাকে বলে?
উওর: প্রাকৃতিক বিভিন্ন কারণে ঝুঁকির সম্ভাবনা থাকলে তাকে পরিবেশগত ঝুঁকি বলে।
মূল্য ঝুঁকি কাকে বলে?
উওর: পণ্যের মূল্য হ্রাস-বৃদ্ধির কারণে বিপণন কার্যক্রমে ঝুঁকির সম্ভাবনা দেখা দিলে তাকে মূল্য ঝুঁকি বলে।
রাজনৈতিক ঝুঁকি কাকে বলে?
উওর: দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে রাজনৈতিক ঝুঁকি বলে।
আইনগত ঝুঁকি কাকে বলে?
উওর: দেশে বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন আইন কানুন প্রবর্তন ও পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিকে আইনগত ঝুঁকি বলে।
উৎপাদন ঝুঁকি কাকে বলে?
উওর: পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট ঝুঁকিকে উৎপাদন ঝুঁকি বলে।
ঝুঁকি ধারণ কাকে বলে?
উওর: কম ঝুঁকিপূর্ণ কাজ গুলোকে সম্পাদনের জন্য ধারণ ক্ষমতা বাড়িয়ে ঝুঁকি মোকাবেলা করাকে ঝুঁকি ধারণ বলা হয়।
মান নির্ধারণ বা প্রমিতকরণ কাকে বলে?
উওর: পণ্য শ্রেণীবিভাগ করনের মানদণ্ড নির্ধারণের কার্যক্রমকে মান নির্ধারণ বা প্রমিতকরণ বলে।
পর্যায়িতকরণ কাকে বলে?
উওর: নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করনের কার্যক্রমকে পর্যায়িতকরণ বলে।
বিক্রয়োত্তর সেবা কাকে বলে?
উওর: পণ্য বিক্রয়ে পরে ক্রেতাদের সেবা প্রদান করা হলে তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
সড়ক পথ কি?
উওর: স্থলপথ দিয়ে পণ্য পরিবহন করা হলে তাকে সড়ক পথ বলে।
আকাশপথ কি?
উওর: পণ্য পরিবহনের ক্ষেত্রে আকাশকে ব্যবহার করা হলে তাকে আকাশপথ বলে।
জলপথ কাকে বলে?
উওর: পণ্য পরিবহন বা মানুষ চলাচলের জন্য নদ নদী বা সমুদ্রেকে ব্যবহার করা হলে তাকে জলপথ বলে।
পাইপ পথ কাকে বলে?
উওর: মাটির নিচ দিয়ে পাইপ বসিয়ে তার সাহায্যে তরল বা বায়বীয় পদার্থ একস্থান হতে অন্য স্থানে পরিবহনের ব্যবস্থাকে পাইপ লাইন পরিবহন বলে।