বিপণন পরিবেশ - Marketing Environment

 

 বিপণন পরিবেশ - Marketing  Environment

 পরিবেশ কাকে বলে?
উওর: পরিবেশ বলতে কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা,উপাদান বা শক্তিকে বুঝায় যার মধ্যে মানুষ জীবন ধারণ করে এবং কোন সংগঠন স্বীয় উদ্দেশ্য অর্জনে ব্যাপৃত থাকে।

বিপণন পরিবেশ কাকে বলে?
উওর: বিপণন পরিবেশ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোন প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে।

পরিবেশ কত প্রকার?
উওর: দুই প্রকার।

ব্যষ্টিক পরিবেশ কাকে বলে?
উওর: যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ,শক্তি ও উপাদান  বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে।

সামষ্টিক পরিবেশ কাকে বলে?
উওর: যে সকল অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ,শক্তি ও উপাদান  বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে সামষ্টিক পরিবেশ বলে।

সরবরাহকারী কে?
উওর: যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকরণ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে।

মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে?
উওর: যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির পণ্য চূড়ান্ত ভোক্তা ব্যবহারকারীদের নিকট পৌঁছিয়ে দেয় তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে।

প্রতিযোগী কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান বিপণন কার্যক্রমে অন্য যে সকল প্রতিষ্ঠান  সমজাতীয় পণ্য বা সেবা অফারের মাধ্যমে প্রভাব সৃষ্টি করে তাদেরকে প্রতিযোগী বলে।

জনমিতিক পরিবেশ কাকে বলে?
উওর: কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান,গতিশীলতার ধারা, বয়স, ধর্ম, পেশা ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত অবস্থাকে জনমিতিক পরিবেশ বলে।

অর্থনৈতিক পরিবেশ কাকে বলে?
উওর: কোন দেশের অর্থনীতির উপর যে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয় ধারণার উপর প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে অর্থনৈতিক পরিবেশ বলে।

বাংলাদেশে ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ কত সালে জারি করা হয়?
উওর: ১৯৮২ সালে।

কাঁচামাল কোন পরিবেশের উপাদান?
উওর: প্রাকৃতিক।

গবেষণা ও উন্নয়ন কোন সামষ্টিক পরিবেশের উপাদান?
উওর: প্রযুক্তি।

কোন পরিবেশকে বিশ্লেষণ করলে একজন বিপণনকারী ব্যবসায় সফল ও দুর্বল দিক সহজেই চিহ্নিত করতে পারে?
উওর: ব্যষ্টিক।

জনসংখ্যা কোন পরিবেশের উপাদান?
উওর: সামাজিক।

ইংরেজি "Micro" শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উওর: ব্যষ্টিক।

পরিবেশের কোন উপাদানটি কোম্পানির বাজারজাত কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে?
উওর: প্রতিযোগী।

রাজনৈতিক পরিবেশ কিভাবে বিপণনকারীকে প্রভাবিত করে?
উওর: বিপণন বান্ধব পরিবেশ সৃষ্টি করে।

সামষ্টিক পরিবেশের উপাদান গুলোর প্রকৃতি কিরূপ?
উওর: অনিয়ন্ত্রণযোগ্য।

বাংলাদেশে ট্রেডমার্ক এ্যাক্ট কত সালের?
উওর: ২০০৯।

অর্থনৈতিক পরিবেশ কিভাবে বিপণনের উপর প্রভাব বিস্তার করে?
উওর: পরোক্ষভাবে।

ভোক্তার ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান?
উওর: সাংস্কৃতিক।