ব্যবস্থাপনার নীতি - Principle of Management

 

ব্যবস্থাপনার নীতি - Principle of  Management

নীতি কাকে বলে?
উওরঃ কোন কার্য সম্পাদনের দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকাকে নীতি বলে।

কার্য বিভাজনের নীতি কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্যকে সুষ্ঠুভাবে নির্দিষ্ট করার নীতিকেই কার্য বিভাজন নীতি বলে।

দায়িত্ব ও কর্তৃত্বের সমতাকরনের নীতি কাকে বলে?
উওরঃ কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহিতা করার বাধ্যবাধকতা এই অধিকার  ও‌ বাধ্যবাধকতায় সমতা রাখার নীতিকেই ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তৃত্বের সমতা রক্ষণের নীতি বলে।

কেন্দ্রীকরণ কাকে বলে?
উওরঃ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনার উপরিপর্যায় সংরক্ষণ করা হলে তাকে কেন্দ্রীকরণ বলে।

বিকেন্দ্রীকরণ কাকে বলে?
উওরঃ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে।

আদেশের ঐক্য নীতি কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি এই নীতিকে আদর্শের ঐক্য নীতি বলে।

শৃংখলার নীতি কাকে বলে?
উওরঃ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে।

সাম্যের নীতি কাকে বলে?
উওরঃ অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই সাম্যের নীতি বলে।

নমনীয়তার নীতি কাকে বলে?
উওরঃ পরিবর্তিত পরিবেশের সাথে সংগতি বিধান করে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টির নীতিকেই ব্যবস্থাপনায় নমনীয়তা নীতি বলে।

ভারসাম্যের নীতি কাকে বলে?
উওরঃ প্রতিটা বিভাগ ব্যক্তি ও উপ-বিভাগীয় কাজের মধ্যে সমতা বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে ভারসাম্যের নীতি বলে।

হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি সংখ্যা কয়টি?
উওরঃ ১৪ টি।

হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম মূলনীতি কি?
উওরঃ কার্য বিভাজনের নীতি।

হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার শেষ নীতি কি?
উওরঃ একতাই বল নীতি।

হেনরি ফেয়ল কোথায় জন্মগ্রহণ করেন?
উওরঃ তুরস্কে

হেনরি ফেয়ল কোন দেশের অধিবাসী ছিলেন?
উওরঃ ফ্রান্স।

হেনরি ফেয়ল পেশাগত জীবনে কি ছিলেন?
উওরঃ মাইন ইঞ্জিনিয়ার।
 
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উওরঃ হেনরি ফেয়ল।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উওরঃ এফ.ডব্লিউ.টেইলর।

The principles of scientific management গ্রন্থটি  কার লেখা?
উওরঃ এফ ডব্লিউ টেইলর।

এফ ডব্লিউ টেইলর কোন দেশের অধিবাসী ছিলেন?
উওরঃ যুক্তরাষ্ট্র।

এফ ডব্লিউ টেইলর পেশাগত জীবনে কি ছিলেন?
উওরঃ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার।

পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন কে?
উওরঃ এফ ডব্লিউ টেইলর।

ব্যবস্থাপনাকে একটা পাঠযোগ্য শাস্ত্র হিসেবে কে প্রতিষ্ঠা করেন?
উওরঃ হেনরি ফেয়ল।

কোন সংগঠনের প্রশাসন একটা দেহের কোন অঙ্গের সঙ্গে তুলনীয়?
উওরঃ মস্তিষ্ক।

ব্যবস্থাপনাকে একটা দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা যায়?
উওরঃ চোখ।

সংগঠন একটা দেহের কোন অঙ্গতুল্য?
উওরঃ বাহু।

নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতিতে সমর্থিত?
উওরঃ সাম্য।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল?
উওরঃ মানসিক।

কখন প্রতিষ্ঠানের সকল ব্যক্তির কর্মপ্রচেষ্টা একক লক্ষকেন্দ্রিক হবে?
উওরঃ নির্দেশনার ঐক্য থাকলে।

প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে কোন নীতি অনুসরণ করা উচিত?
উওরঃ নমনীয়তা।

ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে?
উওরঃ মধ্য স্তরে।

সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন কোন নীতির সমর্থক?
উওরঃ সাম্যতা।