পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ - Product & Pricing of Product
September 26, 2021
2
পণ্য কাকে বলে?
উওর: কোন বস্তুর মধ্যে যদি দৃশ্যমান ও অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানের সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা যায় তাকে পণ্য বলে।
ভোগ্য পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য চূড়ান্ত ভোক্তা ব্যক্তিগত ভোগের উদ্দেশ্য ক্রয় করে তাকে ভোগ্যপণ্য বলে।
শিল্প পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত না হয়ে বরং ভোগ্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে।
সুবিধা পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য বা সেবা যা ক্রেতারা সাধারণত প্রতিনিয়ত ও তাৎক্ষণিক এবং তেমন করে তুলনা ও ক্রয় প্রচেষ্টা ছাড়াই ক্রয় করে তাকে সুবিধা পণ্য বলে।
আবশ্যক বা প্রধান পণ্য কাকে বলে?
উওর: প্রতিনিয়ত আমাদের বাসা বাড়িতে বা চলতে-ফিরতে প্রয়োজন হয় এমন পণ্যকে আবশ্যক পণ্য বলে।
লোভনীয় পণ্য কাকে বলে?
উওর: যে পণ্য দোকানে দেখে ক্রেতা ক্রয়ের প্রয়োজন অনুভব করে তাকে লোভনীয় পণ্য বলে।
জরুরী পণ্য কাকে বলে?
উওর: যে পণ্য ও চাহিদা হঠাৎ উদ্ভব হয় এবং ক্রেতারা এর গুনাগুন ও মূল্য বিবেচনা না করে ক্রয় করে তাকে জরুরী পণ্য বলে।
শপিং পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য ক্রেতার সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ মূল্য, সাইজ,ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে।
সৌখিন পণ্য কাকে বলে?
উওর: পরিবর্তিত ফ্যাশন, রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য বিধানের জন্য ভোক্তারা যে সকল পণ্য ক্রয় করে তাকে সৌখিন পণ্য বলে।
সেবা পণ্য কাকে বলে?
উওর: যে সকল শপিং পন্য মানুষ শখের বশে নয় বরং প্রয়োজনীয় সেবা লাভের উদ্দেশ্যে ক্রয় করে তাকে সেবা পণ্য বলে।
বিশিষ্ট পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য বিশেষ মান বহন করে এবং সমাজে বসবাসকারী বিশেষ শ্রেণীর ভোক্তারা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে।
অযাচিত পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য সম্পর্কে ক্রেতাদের পূর্ব ধারণা বা অভিজ্ঞতা থাকে না অথবা ক্রেতারা যে পণ্য পূর্বে দেখেনি বা দেখলেও ক্রয়ের প্রয়োজন বোধ করেনি তাকে অযাচিত পণ্য বলে।
মূলধন জাতীয় পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য শিল্পক্ষেত্রে একবার ক্রয় করা হলে বহু বছর ব্যবহার করা যায় সে গুলোকে মূলধন জাতীয় পণ্য বলে।
কাঁচামাল কাকে বলে?
উওর: যে সকল পণ্য রূপান্তর বা প্রক্রিয়াজাত করণের মাধ্যমে ভোগের কাজে বা পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলোকে কাঁচামাল বলে।
পণ্য উন্নয়ন স্তর কাকে বলে?
উওর: কোম্পানির নতুন কোনো পণ্য ধারণার ভিত্তিতে পণ্য তৈরি বা উন্নয়ন করলে তাকে পণ্য উন্নয়ন স্তর বলে।
সূচনা স্তর কাকে বলে?
উওর: পণ্য জীবন চক্রের যে স্তরে নতুন পণ্যটি প্রথমবারের মতো বন্টন এবং ক্রয়ের জন্য প্রাপ্তির যোগ্য করা হয় তাকে সূচনা স্তর বলে।
প্রবৃদ্ধি স্তর কাকে বলে?
উওর: পণ্যের জীবন চক্রের যে স্তরে পণ্য বিক্রয় দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে তাকে প্রবৃদ্ধি স্তর বলে।
পূর্ণতা স্তর কাকে বলে?
উওর: পণ্য জীবন চক্রের যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীর গতির হয় বা স্থির থাকে তাকে পূর্ণতা স্তর বলে।
মূল্য কাকে বলে?
উওর: নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাকে মূল্য বলে।
বাজার শেয়ার কাকে বলে?
উওর: নির্দিষ্ট পণ্য বাজারে মোট বিক্রয়ের যত অংশ কোনো প্রতিষ্ঠান সরবরাহ করে তাকে বাজার শেয়ার বলে।
একচেটিয়া বাজার কাকে বলে?
উওর: যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং প্রচুর সংখ্যক ক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার বলে।
বাট্টা মূল্য কাকে বলে?
উওর: প্রতিষ্ঠিত অথবা নির্ধারিত তালিকা মূল্যের চেয়ে কম মূল্যকে বাট্টা মূল্য বলে।
গতিশীল মূল্য নির্ধারণ কাকে বলে?
উওর: ক্রেতা ভিত্তিক বা পরিস্থিতি অনুযায়ী প্রতিনিয়ত মূল্য সমন্বয় করা হলে তাকে গতিশীল মূল্য বলা হয়।
জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য?
উওর: অযাচিত পণ্য।
পণ্যের কোন বৈশিষ্ট্যের অভাবে ভাঙ্গা কাঁচকে পণ্য হিসেবে গণ্য করা হয় না?
উওর: অভাব পূরণের অক্ষমতা।
পণ্যের স্তর কয়টি?
উওর: তিনটি।
নতুন পণ্য বাজারে প্রবেশ করার সাথে সাথে পণ্যের জীবন চক্রের কোন স্তর শুরু হয়?
উওর: সূচনা।