নেতৃত্ব - Leading

 

 নেতৃত্ব - Leading

নেতৃত্ব কাকে বলে?
উওরঃ কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য সাধনের কৌশলকে নেতৃত্ব বলে।

নেতা কাকে বলে?
উওরঃ কোন দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নিদৃষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেয়ার প্রয়াস চালান তাকে নেতা বলে।

আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে?
উওরঃ আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে।

অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে?
উওরঃ একসাথে কাজ করতে বা চলতে গিয়ে বিভিন্ন কারণে যে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয় তা থেকে সৃষ্ট নেতৃত্বকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে।

স্বৈরাচার নেতৃত্ব কাকে বলে?
উওরঃ যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে।

গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে?
উওরঃ যে নেতৃত্ব কৌশলের নেতার সকল কর্তৃত্ব নিজের কাছে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব নিচের জনশক্তির নিকট হস্তান্তর করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।

পিতৃসুলভ নেতৃত্ব কাকে বলে?
উওরঃ যে নেতা অধস্তনদের উপর অতিমাত্রায় কর্তৃত্বশালী হলেও অধস্তনদের সাথে সদ্ব্যবহার করেন এবং শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে।

লাগামহীন নেতৃত্ব কাকে বলে?
উওরঃ যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তন বা অধস্তনদের উপর সর্বোত্তভাবে নির্ভর করেন তাকে মুক্ত লাগামহীন নেতৃত্ব বলে।

কর্মকেন্দ্রিক  নেতৃত্ব কাকে বলে?
উওরঃ যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে বেশী কাজ আদায়কেই নেতা গুরুত্বপূর্ণ মনে করেন তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে।

কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে?
উওরঃ উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মীকেন্দ্রিকনেতৃত্ব বলে।

নির্দেশনা কাকে বলে?
উওরঃ অধস্তনদের আদেশ দান, উপদেশ ,পরামর্শ প্রদান,তত্ত্বাবধান ও অনুসরণের কার্যকেই নির্দেশনা বলে।

তত্ত্বাবধান কাকে বলে?
উওরঃ নির্দেশ দানের পর অধঃস্তনরা কি করছে তা দেখা এবং প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দান কার্যকে তত্ত্বাবধান বলে।

পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে?
উওরঃ নির্দেশ দেয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনায় বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।

নির্দেশনাকে প্রশাসনের কি বলে?
উওরঃ হৃদপিণ্ড।

আনুষ্ঠানিকতা বিচার নেতৃত্ব কত ধরনের?
উওরঃ দুই ধরনের।

Lead  শব্দের অর্থ কি?
উওরঃ To Guide।

একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালনা করে?
উওরঃ লক্ষ্য।

অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে?
উওরঃ কর্তৃত্ব।

কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?
উওরঃ লাগামহীন নেতৃত্বে।

কর্মীদের কার্যসম্পাদনের সর্বাধিক স্বাধীনতা প্রদান করে কোন নেতৃত্ব?
উওরঃ লাগামহীন বা মুক্ত নেতৃত্ব।

কোন ধরনের নেতাকে সাধারণত কর্মীরা অপছন্দ করে?
উওরঃ স্বৈরাচারী।

গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীনে নির্দেশনা কৌশল কি?
উওরঃ পরামর্শমূলক নির্দেশনা।

ইতিবাচক নেতৃত্ব কোন ধরনের নেতৃত্তের অন্তর্গত?
উওরঃ প্রেষণা।

পদমর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলে?
উওরঃ আনুষ্ঠানিক।

কর্মবিমুখ নেতৃত্বকে কি বলে?
উওরঃ লাগামহীন নেতৃত্ব।

নির্দেশনা কিভাবে অপরাপর কাজের শক্তি সঞ্চালন করে?
উওরঃ সুষ্ঠু তদারকির মাধ্যমে।

ফাঁকিবাজ কর্মীদের নিকট থেকে প্রথম কাজ আদায়ে কোন ধরনের নেতৃত্ব উত্তম?
উওরঃ স্বৈরাচারী।

নির্দেশনাকে প্রশাসনের হৃদপিণ্ড বলেছেন কে?
উওরঃ মার্শাল ই. ডিমক।

E.F Feidler কোন ধরনের নেতৃত্ব উদ্ভাবন করেন?
উওরঃ পিতৃত্বসুলভ।

কার্যকর নেতৃত্ব কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে?
উওরঃ অধস্তনদের প্রচেষ্টাকে লক্ষ্যপানে পরিচালিত করে।