সংগঠিত করণ - Organizing
সংগঠন কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব-কর্তৃত্ব, নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে।
সংগঠন কাঠামো কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপ বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্রকে সংগঠন কাঠামো বলে।
সংগঠন চিত্র কাকে বলে?
উওরঃ একটা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি বিভাগ উপ বিভাগের মধ্যকার সম্পর্ককে একটা চিত্র উপস্থাপন করা হলে তাকে সংগঠন চিত্র বলে।
সরলরৈখিক সংগঠন কাকে বলে?
উওরঃ যে সংগঠন কাঠামোতে কর্তৃত্বের রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখার আকাশ নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে।
কার্যভিত্তিক সংগঠন কাকে বলে?
উওরঃ যে সংগঠন কাঠামোতে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত কর্তৃত্ব অভিযোগে অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।
কমিটি কাকে বলে?
উওরঃ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপর অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে।
কমিটির সংগঠন কাকে বলে?
উওরঃ কোন বিশেষ কার্যসম্পাদনের ভার কমিটির উপর অর্পণ করা হলে কমিটির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামো গড়ে ওঠে তাকে কমিটি সংগঠন বলে।
মেট্রিক্স সংগঠন কাকে বলে?
উওরঃ দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে মেট্রিক্স সংগঠন বলে।
কর্তৃত্ব কাকে বলে?
উওরঃ যে ক্ষমতা বলে কোন ব্যক্তি তার অধস্তনদের আদেশ দেন ,আনুগত্য আদায় করেন ও জবাবদিহিতা নিশ্চিত করেন তাকে কর্তৃত্ব বলে।
দায়িত্ব কাকে বলে?
উওরঃ কোন কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায়কে দায়িত্ব বলে।
সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম কাজ?
উওরঃ দ্বিতীয়।
উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেয়ার সাথে সম্পর্কিত কোন কাজ?
উওরঃ সংগঠন।
সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কি?
উওরঃ কার্য বিভাজন।
সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কি?
উওরঃ পারস্পারিক সম্পর্ক নির্ধারণ।
সরলরৈখিক সংগঠনে সর্বত্র কি প্রতিষ্ঠিত হয়?
উওরঃ আদর্শের ঐক্য নীতি।
কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়?
উওরঃ সরলরৈখিক।
"নানা মুনির নানা মত"-কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য?
উওরঃ কমিটি।
দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীকরণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন কে বলা হয়?
উওরঃ ম্যেট্রিক্স।
অবাঞ্ছিত সমস্যা মোকাবেলায় কোন ধরনের সংগঠন অধিক উপযোগী?
উওরঃ কমিটি।
কার্যভিত্তিক সংগঠন সরলরৈখিক সংগঠন থেকে উত্তম কেন?
উওরঃ বিশেষায়নের সুফল লাভ করা যায় বলে।