পণ্য বন্টন প্রণালী - Channel of Product Distribution
November 11, 2021
ভোগ্য পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য পূর্ণ প্রক্রিয়াজাত ছাড়াই ভোগ করা যায় তাকে ভোগ্যপণ্য বলে।
পণ্যের বন্টন প্রণালী কাকে বলে?
উওর: যে পথ ধরে বা মধ্যস্থতাকারীদের হাত ঘুরে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সামগ্রী প্রকৃত ভোগ বা শিল্প ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে পণ্যের বন্টন প্রণালী বলে।
সরাসরি বিপণন কাকে বলে?
উওর: কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলে।
খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন কাকে বলে?
উওর: পণ্য বন্টনের মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে শুধুমাত্র খুচরা ব্যবসায়ী সাহায্য নেওয়া হলে তাকে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন বলে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন কাকে বলে?
উওর: উৎপাদনকারী যদি তার উৎপাদিত পণ্যের পাইকারি বিক্রয় করে এবং পাইকার থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে তা প্রকৃত ভোক্তাদের নিকট বিক্রি করে তখন তাকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন বলে।
এজেন্সি বা ডিলারের মাধ্যমে বন্টন কাকে বলে?
উওর: উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে পরিবেশক বা এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করলে তাকে এজেন্সি বা ডিলারের মাধ্যমে বন্টন বলে।
শিল্প পণ্য কাকে বলে?
উওর: যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত না হয় ভোগ্য পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে।
পণ্য বিভাজন কাকে বলে?
উওর: আকার এবং গুণাগুণের দিক থেকে সমজাতীয় বৈশিষ্ট্যপূর্ণ পণ্যের একক গুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পণ্য বিভাজন না পর্যায়িতকরণ বলে।
গুদামজাতকরণ কাকে বলে?
উওর: পণ্যের গুণগত মান বজায় রাখা, নিরাপদ সংরক্ষণ ও ব্যবহারের সময় পর্যন্ত ধরে রাখা সংক্রান্ত যাবতীয় কাজকে গুদামজাতকরণ বলে।
স্থানগত উপযোগ কাকে বলে?
উওর: একস্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে বসবাসরত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে।
সময়গত উপযোগ কাকে বলে?
উওর: একসময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে সরবরাহ করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে।
বণিক মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে?
উওর: যে ব্যবসায়ীগণ নিজেদের মূলধন বিনিয়োগের মাধ্যমে নিজ নামে ব্যবসা পরিচালনা করে তাদেরকে বণিক মধ্যস্থ ব্যবসায়ী বলে।
পাইকার কাকে বলে?
উওর: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদক, আমদানিকারক বা অপর কোনো পাইকার বা এজেন্টের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয় করে তা খুচরা বিক্রেতা, কারখানা মালিক, অপর পাইকারের নিকট বিক্রি করে তাকে পাইকারি ব্যবসায় বা পাইকার বলে।
দালাল কাকে বলে?
উওর: যেসকল মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের মালিকানা স্বত্ব গ্রহণ না করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে তাদেরকে দালাল বলে।
ফড়িয়া কাকে বলে?
উওর: যেসকল মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক বা পাইকার কর্তৃক প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের নিয়োগ প্রাপ্ত হয় তাদেরকে ফড়িয়া বলে।
নিলামদার কাকে বলে?
উওর: যে মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদক বা বিক্রেতার পণ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় ব্যবস্থা করে তাদেরকে নিলামদার বলে।
কমিশন এজেন্ট কাকে বলে?
উওর: যে মধ্যস্থ ব্যবসায়ীগণ ক্রেতা বিক্রেতার পক্ষে বা উভয় পক্ষের হয়ে কমিশনের বিনিময় কাজ করেন তাদেরকে কমিশন এজেন্ট বলে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি কাকে বলে?
উওর: উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীগণ কর্তৃক নিয়োজিত হয়ে যে প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে নিয়োগকর্তার পক্ষে পণ্যের অর্ডার সংগ্রহ করেন তাদেরকে ভ্রাম্যমাণ প্রতিনিধি বলে।
পণ্য খালাস প্রতিনিধি কাকে বলে?
উওর: আমদানিকৃত পণ্য দ্রব্য বন্দর হতে খালাস করার জন্য আমদানিকারক কর্তৃক যে প্রতিনিধি নিয়োগ করা হয় তাকে পণ্য খালাস প্রতিনিধি বলে।