পাইকারি ও খুচরা ব্যবসায় - Wholesale & Retail business

 

পণ্য বন্টন প্রণালী - Channel  of Product Distribution

পাইকারি ব্যবসায় কাকে বলে?
উওর: উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে উৎপাদক বা খুচরা ব্যবসায়ের নিকট বিক্রয় কার্যকে পাইকারি ব্যবসায় বলে।

বণিক পাইকার কাকে বলে?
উওর: যে সকল পাইকারি ব্যবসায়ী নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে তাদেরকে ব্যবসায়ী বা বণিক পাইকার বলে।

পূর্ণ সেবাদানকারী পাইকার কে?
উওর: যে সকল পাইকারি ব্যবসায়ী পাইকারের প্রায় সকল কাজ সম্পন্ন করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী পাইকার বলে।
 
পাইকার বণিক কে?
উওর: যে সকল পাইকারি ব্যবসায়ী প্রাথমিকভাবে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে এবং পূর্ণ সেবা দান করে তাদেরকে পাইকার বণিক বলে।

সাধারণ সারি পাইকার কাকে বলে?
উওর: যেসকল পাইকার শুধুমাত্র দু একটি পণ্যের ব্যবসায় নিয়োজিত তাদেরকে সাধারণ সারি পাইকার বলে।
 
বিশিষ্ট পাইকার কাকে বলে?
উওর: যে সকল পাইকারি ব্যবসায়ী সীমিত সংখ্যক পণ্য বা শুধুমাত্র একটি পণ্যের ব্যবসায় নিয়োজিত তাদেরকে বিশিষ্ট পাইকার বলে।

শিল্প পরিবেশক কাকে বলে?
উওর: যেসকল পাইকার উৎপাদকের নিকট পণ্য বিক্রয় করে তাদেরকে শিল্প পরিবেশক বলে।

ক্রয় প্রতিনিধি কাকে বলে?
উওর: যেসকল পাইকার উৎপাদক, খুচরা বিক্রেতা বা প্রাতিষ্ঠানিক ক্রেতার পক্ষে ক্রয় করে তাদেরকে ক্রয় প্রতিনিধি বলে।

বিক্রয় শাখা কাকে বলে?
উওর: কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বনিক বা ব্যবসায়ী পাইকারদের সহায়তা ছাড়া নিজেদের বিক্রয় শাখার মাধ্যমে পাইকারীর কাজগুলো সম্পাদন করে তাদেরকে বিক্রয় শাখা বলে।

নিলাম পাইকার কাকে বলে?
উওর: যেসকল মধ্যস্থ ব্যবসায়ী একটি নির্দিষ্ট স্থানে উৎপাদকের পণ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে তাদেরকে নিলাম পাইকার বলে।

ফ্যাক্টরি আউটলেট কাকে বলে?
উওর: যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উৎপাদকের উদ্বৃত্ত পণ্য, অনিয়মিত পণ্য বা বাতিল পণ্য অত্যন্ত কম দামে বিক্রয় করে সেগুলোকে ফ্যাক্টরি আউটলেট বলে।

একদর দোকান কাকে বলে?
উওর: যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার পণ্য একই মূল্য বিক্রয় করা হয় তাকে এক মূল্য বিপণন/ একদর দোকান বলে।

বিশিষ্ট বিপণন কাকে বলে?
উওর: যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানের শুধুমাত্র নির্দিষ্ট ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে বিশিষ্ট পণ্যের দোকান বলে।

অধি বিপণি কাকে বলে?
উওর: যে বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হতে ভোক্তরা তাদের উদ্দেশ্যে রক্ষিত বিভিন্ন এক র্যাক হতে চাহিদা ও পছন্দমত পণ্যদ্রব্য সংগ্রহ ও বিক্রয় কর্মীর সাহায্য ব্যতীত ক্রয় করতে পারে তাদেরকে অধি বিপণি বলে।

সুপার স্টোর কাকে বলে?
উওর: যে বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্রের পাশাপাশি অন্যান্য নানান ধরনের বৈচিত্র্যপূর্ণ পণ্যদ্রব্য তুলনামূলক কম মূল্যে বিক্রয় করা হয় তাকে সুপার স্টোর বলে।

ব্যাংক কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী?
উওর: কার্যভিত্তিক।

কোন খুচরা বিপণনের বাধ্যতামূলকভাবে একাধিক শাখা থাকে?
উওর: বহুশাখা বিপণি।

চূড়ান্ত ভোক্তার নিকট দ্রব্যাদি কে বিক্রয় করে?
উওর: খুচরা বিক্রেতা।

প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী কে?
উওর: কমিশন এজেন্ট।

কোন ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে পন্য ভিত্তিক বিশেষায়নের নীতি অনুসরণ করা হয়?
উওর: বিভাগীয় বিপণি।

পাইকার কাজের বিনিময় কি পায়?
উওর: মুনাফা।

নতুন ক্রেতার নিকট পণ্য বিক্রির মাধ্যমে খুচরা ব্যবসায়ী কি করে?
উওর: বাজার সম্প্রসারণ।