কমনওয়েলথ

কমনওয়েলথ সম্পর্কে সাধারণ জ্ঞান
কমনওয়েলথ কি ধরনের সংস্থা?
উত্তরঃ কমনওয়েলথ ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন। সদস্য রাষ্ট্র গুলোর মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ গঠিত হয়। যার নেতৃত্বে রয়েছে ব্রিটেন।

কমনওয়েলথ (Commonwealth) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে।

কমনওয়েলথ এর আদি নাম কি?
উত্তরঃ  ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন।

কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়?
 উত্তরঃ লন্ডনের মার্লবরো হাউজে।
 
কমনওয়েলথ এর প্রধান কে?
উত্তরঃ বৃটেনের বর্তমান  রাজা বা রাণী।

কমনওয়েলথ এর প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ কানাডার আর্নল্ড স্মিথ।

কমনওয়েলথ এর প্রথম মহাসচিব কে?
উত্তরঃ প্যাটিসিয়া স্কটল্যান্ড।

কমনওয়েলথ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার।

কমনওয়েলথ এর সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ৫৬ টি।

এশিয়া মহাদেশের কমনওয়েলথ এ সদস্য সংখ্যা কয়টি?
উত্তরঃ৮ টি।

বাংলাদেশের কমনওয়েলথের কততম সদস্য?
উত্তরঃ ৩২ তম সদস্য।

ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য কোন দেশ?
উত্তরঃ মোজাম্বিক ও রুয়ান্ডা। ১৯৯৫ সালে মোজাম্বিক আর ২০০৯ সালে রোয়ান্ডা কমনওয়েলথের সদস্য হয়।  দেশ দুটি কখনোই ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল না।

কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী দেশ কোন গুলো?
উত্তরঃ সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)

ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয় কোন দেশ?
উত্তরঃ মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান।

কমনওয়েলথের সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃ টোগো।

পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালে। 

পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয় কবে?
উত্তরঃ ১৯৯৯ সালে।

নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয় কবে?
উত্তরঃ ১৯৯৫ সালে।

কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল কোন দেশ?
উত্তরঃ পাকিস্তান ও জিম্বাবুয়ে। ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে পাকিস্তান পদত্যাগ করে।

পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয় কবে?
উত্তরঃ মে, ২০০৪ সালে।