বাংলাদেশের চলচ্চিত্র

বাংলাদেশের চলচ্চিত্র

বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? উত্তর: আবদুল জব্বার খান।


বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর: মুখ ও মুখোশ।


বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?

উত্তর: মুখ ও মুখোশ।


বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়?

উত্তর: ৩ আগষ্ট, ১৯৫৬।


মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

উত্তর: আবদুল জব্বার খান।


বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?

উত্তর: জহির রায়হান।


‘জীবন থেকে নেয়া’ নামক ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর: জহির রায়হান।


জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর: কখনো আসেনি।


জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল?

উত্তর: ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’


বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি?

উত্তর: ‘স্টপ জেনোসাইড’।


‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: তানভীর মোকাম্মেল।


‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে?

উত্তর: মোরশেদুল ইসলাম।


বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি?

উত্তর: বেদের মেয়ে জোসনা।


‘পদ্মা নদীর মাঝি’ ও ‘মনের মানুষ’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উত্তর: গৌতম ঘোষ।


মনের মানুষ চলচ্চিত্রটি কার জীবনকাহিনী অবলম্বনে নির্মিত?

উত্তর: লালন শাহ।


‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: তারেক মাসুদ।


‘আদম সুরত’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উত্তর: তারেক মাকসুদ।


আদম সুরত কার কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে?

উত্তর: শিল্পী এস.এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে।


‘রানওয়ে’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উত্তর: তারেক মাকসুদ।


বাংলাদেশের কোন সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়?

উত্তর: মাটির ময়না।


কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?

উত্তর: মাটির ময়না।


কোন চলচ্চিত্রের লোকেশন ঠিক করতে গিয়ে তারেক মাসুদ ও মিশুক মনীর সড়ক দুর্ঘটনায় মারা যায়?

উত্তর: কাগজের ফুল।


‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উত্তর: তানভীর মোকাম্মেল।


‘লালসালু’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উত্তর: তানভীর মোকাম্মেল।


কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?

উত্তর: কানাডা।


কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি?

উত্তর: ধ্রুব।


‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে?

উত্তর: আলমগীর কবির।


কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে?

উত্তর: ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।


‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর: আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।


‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর: মেজবাউর রহমান সুমন।


সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: পাবনা।


বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটি?

উত্তর: পিকচার হাউজ।


Bangladesh Film Development Corporation (FDC) প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৭ সালে।


FDC নির্মিত প্রথম ছবি কোনটি?

উত্তর: আছিয়া।


FDC থেকে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি?

উত্তর: আকাশ ও মাটি।


বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?

উত্তর: ববিতা।


বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?

উত্তর: পূর্নিমা সেনগুপ্তা।


বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?

উত্তর: বনানী চৌধুরী।


বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর: বিশ বছর আগে।

এই সম্পর্কিত আরো কিছু প্রশ্ন-উত্তরঃ