বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য
April 25, 2023
GI এর পূর্ণরূপ কি?
উত্তর: Geographical Indication.
GI পণ্য স্বীকৃতি দেশ কোন সংস্থা?
উত্তর: World Intellectual Property Organization (WIPO)
বর্তমানে সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
উত্তর : ১১ টি।
দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
উত্তর: জামদানি।
জামদানি ভৌগোলিক নির্দেশক হিসেবে নিবন্ধন পায় কত সালে?
উত্তর: ১৭ নভেম্বর, ২০১৬ সালে।
সর্বশেষ সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তর : রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের ফজলি আম।
কবে কোন প্রতিষ্ঠান প্রথম ফজলী আমের ভৌগোলিক নির্দেশক সনদের জন্য আবেদন করে?
উত্তর : ৯ মার্চ ২০১৭; ফল গবেষণা কেন্দ্র (বিনোদপুর, রাজশাহী)।
৯ মার্চ ২০১৭ কী নামে ভৌগোলিক নির্দেশক সনদের জন্য আবেদন করা হয়?
উত্তর : রাজশাহীর ফজলি আম।
'রাজশাহীর ফজলি আম' জিআই জার্নালে প্রকাশ করা হয় কবে?
উত্তর : ৬ অক্টোবর ২০২১।
'রাজশাহীর ফজলি আম' জিআই জার্নালে প্রকাশ করা হলে কোন প্রতিষ্ঠান বিরোধিতা করে এটি চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি করে?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশন।
২৪ মে ২০২২ প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদফতর শুনানির আয়োজন করে ফজলী আমকে কী নামে GI নামকরণ করা হয়?
উত্তর : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম।
'রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম' জিআই জার্নালে নতুন করে প্রকাশ করা হয় কবে?
উত্তর : ১৯ জানুয়ারি ২০২৩।
বাংলাদেশের প্রথম জি আই পণ্য কোনটি?
উত্তর: জামদানি।
জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে?
উত্তর: ১৭ নভেম্বর ২০১৬।
বাংলাদেশের দ্বিতীয় জি আই পণ্য কোনটি?
উত্তর: ইলিশ মাছ।
বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক হিসেবে ইলিশ মাছ স্বীকৃতি পায় কবে?
উত্তর: ৬ আগস্ট ২০১৭।
বাংলাদেশের তৃতীয় জি আই পণ্য কোনটি?
উত্তর: খিরসাপাত আম।
খিরসাপাত আম জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ২৭ জানুয়ারি ২০১৯।
বাংলাদেশের ৪র্থ জি আই পণ্য কোনটি?
উত্তর: মসলিন।
মসলিন বাংলাদেশের ৪র্থ জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ২৮ ডিসেম্বর ২০২০।
বাংলাদেশের ৫ম জি আই পণ্য কোনটি?
উত্তর: রাজশাহী সিল্ক।
বাংলাদেশের ৬ষ্ঠ জি আই পণ্য?
উত্তর: শপ্তরঞ্জি।
বাংলাদেশের ৭ম জি আই পণ্য কোনটি?
উত্তর: চিনিগুড়া চাল।
বাংলাদেশের ৮ম জি আই পণ্য কোনটি?
উত্তর: কাটারিভোগ চাল।
বাংলাদেশের ৯ম জি আই পণ্য কোনোটি?
উত্তর: বিজয়পুরের সাদা মাটি।
রাজশাহী সিল্ককে ৫ম, শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয় কবে?
উত্তর: ২৬ এপ্রিল ২০২১।
বাংলাদেশের ১০ম জি আই পণ্য কোনটি?
উত্তর: বাগদা চিংড়ি।
বাগদা চিংড়ি কে জি আই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় কবে?
উত্তর: ২৪ এপ্রিল ২০২২।