আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:১৯৪৪ সালে।

কোন চুক্তির মাধ্যমে বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠিত হয়?
উত্তর:ব্রিটন উডস চুক্তি।

IMF এর পূর্ণরূপ কি?
উত্তর: International Monetary Fund।

আইএমএফ এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডিসি।

কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়?
উত্তর: ২৯ টি।

IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৯০ টি।

বাংলাদেশ আইএমএফ এর কততম সদস্য?
উত্তরঃ**

বাংলাদেশ কখন IMF এর সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৭ আগস্ট, ১৯৭২।

IMF এর উদ্দেশ্য কী?
উত্তর: মুদ্রা বিনিময় ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা।

IMF এর রিজার্ভের একক কী?
উত্তর: SDR

SDR এর পূর্ণরুপ কী?
উত্তর: Special Drawing Rights

SDR ভূক্ত মুদ্রা কতটি?
উত্তর: ৫ টি।

কোনগুলো SDR ভূক্ত মুদ্রা?
উত্তর: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান, জাপানের ইয়েন ও রাশিয়ার রুবল।

SDR চালু হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে।

IMF ত্যাগকারী দেশ কোনটি?
উত্তর: কিউবা।

এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?
উত্তর: উত্তর কোরিয়া।

IMF এর বর্তমান Managing Director কে?
উত্তর:Ms. Kristalina Georgieva ।