NATO-OTAN

NATO-OTAN
NATO এর পূর্ণরূপ কি?
উত্তরঃ North Atlantic Treaty Organization.

ন্যাটো শব্দের অর্থ কি?
উত্তরঃ ন্যাটো বলতে বুঝায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট যার ইংরেজি রূপঃ North Atlantic Treaty Organization বা NATO; এর ফরাসি রূপ: Organisation du traité de l'Atlantique nord বা OTAN  

ন্যাটো কি ধরনের জোট?
উত্তরঃ সামরিক জোট।

ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ  ৪ এপ্রিল ১৯৪৯ সালে।

ন্যাটো ভুক্ত দেশ কয়টি?
উত্তরঃ ৩১ টি।

ন্যাটো সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম। ১৯৬৬ সাল পর্যন্ত NATO এর সদর দপ্তর ছিলো প্যারিসে।

ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্রিটেনের লন্ডনে।

ন্যাটো প্রতিষ্ঠাতা কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট কোনটি?
উত্তরঃ ন্যাটো।

ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১২ জন।

ন্যাটোর ৩০ তম সদস্য কোন দেশ?
উত্তরঃ উত্তর মেসোডোনিয়া।

ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ফিনল্যান্ড। ৩১ তম সদস্য।

ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হয় কবে?
উত্তরঃ ৪ এপ্রিল ২০২৩।

ন্যাটোর মুসলিম সদস্য দেশ কয়টি?
উত্তরঃ দুইটি। যথাঃ আলবেনিয়া ও তুরস্ক।

ন্যাটোর সদস্য দেশ কয়টি কি কি?
উত্তরঃ ন্যাটোর সদস্য দেশ ৩১ টি। যথাঃ বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড।

ন্যাটোর পর্যবেক্ষনকারী রাষ্ট্র কোনগুলো?
উত্তরঃ ইউক্রেন, সুইডেন।

ন্যাটোর দাপ্তরিক ভাষা কয়টি ও কি কি?
উত্তরঃ ২ টি। যথাঃ ইংরেজি ও ফ্রেন্স।

ন্যাটো সামরিক জোটের বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ জেসন স্টলবারবার্গ।

ন্যাটোর বর্তমান মহাসচিব কোন দেশের?
উত্তরঃ নরওয়ের।

ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি?
উত্তরঃ ন্যাটোর বিপরীতে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক সংগঠন Warsaw Pat (বর্তমানে বিলুপ্ত)।

ন্যাটোর উদ্দেশ্য কী?
উত্তরঃ রাশিয়ার আগ্রাসন থেকে তার সদস্য দেশ সমূহকে সামরিক নিরাপত্তা দেওয়া।

আফগানিস্তানে মোতায়েনকৃত ন্যাটো ফোর্সের নাম কি ছিল?
উত্তরঃ International Security Assistance Force.

ন্যাটোতে যোগ দেওয়া কে কেন্দ্র করে সম্প্রতি কোন দেশে রাশিয়া সামরিক অভিযান পরিচালনা করে?
উত্তরঃ ইউক্রেনে।

সম্প্রতি ন্যাটোতে সুইডেনের যোগদানে কোন দেশ আপত্তি তুলে?
উত্তরঃ তুরস্ক।

এই সম্পর্কিত আরো কিছু প্রশ্ন-উত্তরঃ