রাশিয়া ইউক্রেন যুদ্ধ


রাশিয়া ইউক্রেন যুদ্ধ BCS. Bank Job
সাধারণ তথ্য:
 রাশিয়া ইউক্রেন শুরু হয়-২৪ ফেব্রুয়ারি, ২০২২।
 
‘লিমান’ শহরের অবস্থান—দোনেৎস্ক (ইউক্রেন)।
 
 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আছেন—২২ বছর যাবত।
 
 রাশিয়া ক্রিমিয়া দখল করে—২০১৪ সালে।
 
 ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত—জাপোরিঝঝিয়ায় (ইউক্রেন)।
 
পুতিনস ওয়ার অন ইউক্রেন বইয়ের লেখক—স্যামুয়েল রামানি।
 
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করে—আলবেনিয়া।
 
 ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেন পুনরুদ্ধার করেছে—৬০০ এলাকা।
 
রাশিয়া সম্প্রতি রুশ ফেডারেশনে যুক্ত করে ইউক্রেনের—৯০ হাজার বর্গকিমি জায়গা।
 
রাশিয়ার বর্তমান সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রস্তাব পাস করেছে—ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্ট।
 
ইউক্রেন-বেলারুশ সীমান্ত এলাকার দৈর্ঘ্য—১,০০০ কিলোমিটারের বেশি।
 
বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট—আলেকজান্ডার লুকাশেঙ্কো।
 
সৌদি আরব ইউক্রেনের জন্য মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে—৪০ কোটি মার্কিন ডলার।
 
ইউক্রেনকে বিনামূল্যে দেয়া ইন্টারনেট সেবা বাতিলের ঘোষণা দিয়েছেন—স্পেসএক্স স্যাটেলাইটের প্রধান ইলন মাস্ক।
 
রাশিয়ার সেনাপ্রধান—ভ্যালেরি গেরাসিমভ। সাবেক সের্গেই সুরোভিকিন।
 
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী—সের্গেই সোইগু।
 
অধিকৃত ৪ অঞ্চলে গণভোট:
 
খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল চারটির আয়তন—প্রায় ৯০ হাজার বর্গকিমি বা প্রায় ৪০ হাজার বর্গমাইল।
 
ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চল চারটিকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত ঘোষণা করে প্রেসিডেন্ট পুতিন চুক্তিতে সই করেন—৩০ সেপ্টেম্বর ২০২২।
 
রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল চারটি ইউক্রেনের মোট ভূমির—১৪ শতাংশ।
 
খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়—৫ অক্টোবর ২০২২।
 
রাশিয়া ইউক্রেনের মোট ভূমির—২২ শতাংশ দখল করে (ক্রিমিয়াসহ)।
 
অবৈধভাবে ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোট দিল—বাংলাদেশসহ ১৪৩টি দেশ। 
 
অস্ত্র ও অর্থ সরবরাহ:
 
ইউক্রেনকে অস্ত্রসহায়তা দেয় এমন দেশগুলো নিয়ে গড়ে তোলা হয়েছে—ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ।
 
ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের (ইউক্রেনের মিত্র দেশ) বর্তমান সদস্যদেশ—৫০টি।
 
সম্প্রতি ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠক হয়—ব্রাসেলসে (বেলজিয়াম)।
 
সম্প্রতি ইউক্রেন ইউরোপের যে দেশের কাছ থেকে ৪টি আইআরআইএস-টি (IRIS-T) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পায়—জার্মানি (১১ অক্টোবর ২০২২)।
 
সম্প্রতি ইউক্রেনকে এনএএসএএমএস(NASAMS) নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে—যুক্তরাষ্ট্র।
 
কার্চ সেতু হামলা ও রাশার পরবর্তি পদক্ষেপ:
 
রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতু—কার্চ সেতু।
 
কার্চ সেতু অবস্থিত—কার্চ প্রণালীর ওপর।
 
কার্চ প্রণালী সংযুক্ত করেছে—কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।
 
ভ্লাদিমির পুতিন কার্চ সেতুর উদ্বোধন করেন—২০১৮ সালে।
 
ইউরোপের সবচেয়ে বড় কার্চ সেতুর দৈর্ঘ্য—১৯ কি.মি.।
 
কার্চ সেতুতে বিস্ফোরণ ঘটে—৮ অক্টোবর ২০২২।