বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক সম্পর্কে সাধারণ জ্ঞান
বিশ্ব ব্যাংকের প্রকৃত নাম কি?
উত্তরঃ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction Development)

বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তরঃ নাউরু।

বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৮৯ টি। 

জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য কোন দেশ?
উত্তরঃ কসোভো।

বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কততম সদস্য?
উত্তরঃ ১১৭ তম।

বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা কয়টি ও কি কি?
উত্তরঃ ৫টি। যথাঃ IBRD, IDA, IFC, MIGA ও  ICSID .
  • ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development-IBRD)
  • ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (International Development Association-IDA)
  • ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation-IFC)
  • মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency-MIGA)
  • ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes-ICSID)
বিশ্বব্যাংক বলতে মূলত কোন দুটি সংস্থার সমন্বয় কে বুঝায়?
উত্তরঃ IBRD+IDA কে বুঝায়।

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৪ সালে।

বিশ্বব্যাংক কার্যক্রম শুরু করে কবে?
উত্তরঃ ২৫ জুন, ১৯৪৬ সালে। 

বিশ্বব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রথম ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।

বিশ্ব ব্যাংকের গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
উত্তরঃ ব্রিটন উডস চুক্তির মাধ্যমে।

প্রথম ব্রিটন উডস চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ?
উত্তরঃ ২৯টি দেশ।

বিশ্ব ব্যাংক  প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপের অর্থনীতি পূর্ণগঠনের জন্য।

বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে।

বিশ্ব ব্যাংকের শীর্ষ অংশীদার দেশ কোনগুলো?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, চীন ও ভারত।

বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইগুনে মেয়ার (১৯৪৬ থেকে ডিসেম্বর ১৯৪৬ সাল পর্যন্ত)।

বিশ্ব ব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কোনটি?
উত্তরঃ কিউবা।

বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী সদস্য কতজন?
উত্তরঃ ২৪ টি।

World Development Report প্রস্তুতকারী সংস্থা কোনটি?
উত্তরঃ বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের আয়ের উৎস কি?
উত্তরঃ সদস্য দেশগুলোর চাঁদা।

বিশ্ব ব্যাংকে সর্বাধিক চাঁদা প্রদানকারী দেশ কোন গুলো?
উত্তরঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ফ্রান্স।

বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ডেভিড ম্যালপাস (১৩তম) ।

বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কোন দেশের নাগরিক?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট মনোনয়ন পেয়েছেন কোন ভারতীয় বংশদ্ভূত আমেরিকান?
উত্তরঃ অজয় ভাঙ্গা।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
উত্তরঃ ৫ বছর।

বিশ্ব ব্যাংকের প্রথম নারী এমডি কে?
উত্তরঃ ভারতের অংশুলা কান্ত (১৫ জুলাই, ২০১৯)।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টেকে নিয়োগ দেয়া হয় কোন দেশ থেকে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র থেকে।

ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)
  • সদস্য রাষ্ট্র- ১৮৯ টি
  • সর্বশেষ সদস্য- টুভ্যালু
  • সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)
  • সদস্য রাষ্ট্র- ১৭৩ টি
  • সর্বশেষ সদস্য- বুলগেরিয়া
  • সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)
  • সদস্য রাষ্ট্র- ১৮৬ টি
  • সর্বশেষ সদস্য- ব্রুনাই
  • সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)
  • সদস্য রাষ্ট্র- ১৮২ টি
  • সর্বশেষ সদস্য- সোমালিয়া
  • সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)
  • সদস্য রাষ্ট্র- ১৬৫ টি
  • সর্বশেষ সদস্য- এংগুলা
  • সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি